নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সাথে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ঘাটে সংস্থাটির কার্যালয়ে সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১২৫ জন প্রতিবন্ধীর মাঝে শীত বস্ত্র হিসেবে ১২৫টি কম্বল বিতরণ করা হয়। একই সাথে প্রতিবন্ধীদের সন্তান মেধাবী ২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও ডায়রি বিতরণ করা হয়। দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন হেল্পডেস্ক এলাকায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোন্নাফ শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান ম-ল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম,
প্রমূখ। আলোচনা সভা শেষে সংস্থাটির কার্যালয়ের সামনে আমন্ত্রিত অতিথিগণ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। একই সাথে তাঁদের সন্তান মেধাবী শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।