নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হেরোইন সহ মো. শামীম শেখ (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইমান খার পাড়ার মৃত গিয়াস উদ্দিন শেখ এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইমান খার পাড়ায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির সামনে থেকে শামীম শেখকে ৫ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেপ্তার করে। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার ধৃত শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ধৃত শামীমকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।