০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ঘোষণা

খালেদা ইয়াসমিন লিপি, ফরিদপুরঃ “নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মান করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালনে কর্মসূচি ঘোষনা করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের পূর্ব খাবাসপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বিষয় পাঠ ও পক্ষকাল ব্যাপি কর্মসূচি ঘোষনা করেন সংগঠনের সলি এইড রুবিয়া মিল্লাত।

তিনি জানান, আন্দোলন মূখি, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্রগতিশীল নারী সংগঠন হিসেবে ৫২বছরের গ্রহনযোগ্য অবদান রয়েছে মহিলা পরিষদের। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ও নারী ও কন্যা শিশু নির্যাতন বিরোধী সংস্কৃতি সমাজে গড়ে তুলতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই পক্ষ পালনা করা হবে।

পক্ষকাল ব্যাপী তাদের কর্মসূচির মধ্যে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অবহিত করণ, তরুন-তরুনীদের সাথে মতবিনিময়, বিশ্ব মানবাধিকার দিবস পালন সহ নানান কর্মসূচি।

সভাপতির বক্তব্যে শিপ্রা রায় বলেন, নারী নির্যাতন নির্মূলে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। নারী নির্যাতনের কারন ও অবস্থা চিহ্নিত করে সচেতন করতে হবে। সবচেয়ে আগে আমাদের ঘর থেকেই নির্যাতন প্রতিরোধে সোচ্চার ও সচেতন হতে হবে। কারণ নারী বা শিশু ঘর বা আশেপাশ থেকেই প্রথম নির্যাতিত হয়।

এ সময় সংগঠনের সভানেত্রী খাদিজা বেগম মনি, সহ সম্পাদক ডিউবি সিকদার, সাংবাদিক প্রবীর কান্তি বালা, সাজ্জাদ হোসেন রনি, হাসানউজ্জামান, মাহাবুব হোসেন পিয়াল, রাশিদ কাজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ঘোষণা

পোস্ট হয়েছেঃ ১০:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

খালেদা ইয়াসমিন লিপি, ফরিদপুরঃ “নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মান করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালনে কর্মসূচি ঘোষনা করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের পূর্ব খাবাসপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বিষয় পাঠ ও পক্ষকাল ব্যাপি কর্মসূচি ঘোষনা করেন সংগঠনের সলি এইড রুবিয়া মিল্লাত।

তিনি জানান, আন্দোলন মূখি, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্রগতিশীল নারী সংগঠন হিসেবে ৫২বছরের গ্রহনযোগ্য অবদান রয়েছে মহিলা পরিষদের। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ও নারী ও কন্যা শিশু নির্যাতন বিরোধী সংস্কৃতি সমাজে গড়ে তুলতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই পক্ষ পালনা করা হবে।

পক্ষকাল ব্যাপী তাদের কর্মসূচির মধ্যে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অবহিত করণ, তরুন-তরুনীদের সাথে মতবিনিময়, বিশ্ব মানবাধিকার দিবস পালন সহ নানান কর্মসূচি।

সভাপতির বক্তব্যে শিপ্রা রায় বলেন, নারী নির্যাতন নির্মূলে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। নারী নির্যাতনের কারন ও অবস্থা চিহ্নিত করে সচেতন করতে হবে। সবচেয়ে আগে আমাদের ঘর থেকেই নির্যাতন প্রতিরোধে সোচ্চার ও সচেতন হতে হবে। কারণ নারী বা শিশু ঘর বা আশেপাশ থেকেই প্রথম নির্যাতিত হয়।

এ সময় সংগঠনের সভানেত্রী খাদিজা বেগম মনি, সহ সম্পাদক ডিউবি সিকদার, সাংবাদিক প্রবীর কান্তি বালা, সাজ্জাদ হোসেন রনি, হাসানউজ্জামান, মাহাবুব হোসেন পিয়াল, রাশিদ কাজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।