০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এক সপ্তাহের ব্যবধানে গোয়ালন্দ হাসপাতালের বৈদ্যুতিক তার দুইবার চুরি, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এক সপ্তাহ পার না হতেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের বৈদ্যুতিক সার্ভিস তার সোমবার দিবাগত মধ্যরাতে আবার চুরি হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সসহ আবাসিক কোয়াটার প্রায় ১৫ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সোমবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা মিটার থেকে মুল সংযোগকৃত সার্ভিস তার কেটে নেয়ায় সমস্যার সৃষ্টি হয়।

মঙ্গলবার বেলা দুইটার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, হাসপাতালের পশ্চিম পাশের মূল ভবনের মিটারের সাথে সংযোগকৃত চারটি মোটা সার্ভিস তার কেটে ফেলেছে দুর্বৃত্তরা। তারের কিছু অংশ পাশে পড়ে আছে। বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়ে হাসপাতালের কাজ পরিচালনা করা হচ্ছে। তবে আবাসিক কোয়াটারে অন্ধকার অবস্থা বিরাজ করছিল।

ডেঙ্গু জ্বর নিয়ে গত রোববার থেকে হাসপাতালে ভর্তি আব্দুর রাজ্জাক। ছোট ভাই লিয়াকত হোসেন বলেন, সোমবার মধ্যরাত ১টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সবাই তখন ধারনা করেন লোডশেডিং চলছে। সারারত বিদ্যুৎ না আসায় মোবাইল ফোন জ্বালিয়ে পার করেন। সকালে জেনারেটর চালানোর পর জানতে পারি হাসপাতালের তার চুরি হয়েছে।

হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান আমিরুল ইসলাম বলেন, সার্বক্ষনিক বৈদ্যুতিক সংযোগ নিয়ে ল্যাবের যাবতীয় কাজ চালাতে হয়। বিদ্যুৎ না থাকায় সাময়িক সমস্যা হলেও পরবর্তীতে জেনারেটর চালুর পর কাজ করা হয়। দুঃখের বিষয় মাঝেমধ্যে হাসপাতালে এভাবে তার চুরি হওয়ায় কার্যক্রম চালাতে ব্যাঘাত ঘটছে।

হাসপাতালের নৈশ প্রহরী তরিকুল ইসলাম বলেন, ভোররাতের দিকে দুর্বৃত্তরা হাসপাতালের বৈদ্যুতিক খুটি থেকে মিটারের সাথে সংযোগ দেয়া মোটা সার্ভিস তার কেটে ফেলে। তবে তার নিতে পারেনি। বিষয়টি কর্মকর্তাদের অবগত করা হয়েছে। সাথে বিদ্যুৎ বিভাগকেও খবর দেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত অনুমান দেড়টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন আমি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারে অবস্থান করছিলাম। লোডশেডিং ভেবে খোঁজ নেয়নি। সকালে ঘুম থেকে উঠে জানতে পারি তার চুরি হয়ে গেছে। প্রায় ১০ ফুটের মতো মিটারের সাথে সংযোগকৃত মোটা তার দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। ৬দিন আগে গত বুধবার দুর্বৃত্তরা সকালের দিকে তার কেটে নিয়ে যায়।

তিনি বলেন, বার বার তার চুরি রহস্যজনক মনে হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তা বুধবার আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। বিদ্যুৎ বিভাগ বেলা ৪টার দিকে সংযোগ দেন। তার আগ পর্যন্ত জেনারেটর চালিয়ে কার্যক্রম পরিচালনা করি। কোয়াটারে সংযোগ না থাকায় পানির অভাবে বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।

বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহিন বলেন, আমি অফিসিয়ালি খবর পাইনি। কর্মচারীদের কাছ থেকে জানার পর তারা সংযোগ দিয়েছে। সরকারি এতবড় প্রতিষ্ঠানে নিরাপত্তার ঘাটতি রয়েছে। এ বিষয়ে তাদের আরো সজাগ হওয়ার আহ্বান জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

এক সপ্তাহের ব্যবধানে গোয়ালন্দ হাসপাতালের বৈদ্যুতিক তার দুইবার চুরি, ভোগান্তি

পোস্ট হয়েছেঃ ০৮:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এক সপ্তাহ পার না হতেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের বৈদ্যুতিক সার্ভিস তার সোমবার দিবাগত মধ্যরাতে আবার চুরি হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সসহ আবাসিক কোয়াটার প্রায় ১৫ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সোমবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা মিটার থেকে মুল সংযোগকৃত সার্ভিস তার কেটে নেয়ায় সমস্যার সৃষ্টি হয়।

মঙ্গলবার বেলা দুইটার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, হাসপাতালের পশ্চিম পাশের মূল ভবনের মিটারের সাথে সংযোগকৃত চারটি মোটা সার্ভিস তার কেটে ফেলেছে দুর্বৃত্তরা। তারের কিছু অংশ পাশে পড়ে আছে। বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়ে হাসপাতালের কাজ পরিচালনা করা হচ্ছে। তবে আবাসিক কোয়াটারে অন্ধকার অবস্থা বিরাজ করছিল।

ডেঙ্গু জ্বর নিয়ে গত রোববার থেকে হাসপাতালে ভর্তি আব্দুর রাজ্জাক। ছোট ভাই লিয়াকত হোসেন বলেন, সোমবার মধ্যরাত ১টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সবাই তখন ধারনা করেন লোডশেডিং চলছে। সারারত বিদ্যুৎ না আসায় মোবাইল ফোন জ্বালিয়ে পার করেন। সকালে জেনারেটর চালানোর পর জানতে পারি হাসপাতালের তার চুরি হয়েছে।

হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান আমিরুল ইসলাম বলেন, সার্বক্ষনিক বৈদ্যুতিক সংযোগ নিয়ে ল্যাবের যাবতীয় কাজ চালাতে হয়। বিদ্যুৎ না থাকায় সাময়িক সমস্যা হলেও পরবর্তীতে জেনারেটর চালুর পর কাজ করা হয়। দুঃখের বিষয় মাঝেমধ্যে হাসপাতালে এভাবে তার চুরি হওয়ায় কার্যক্রম চালাতে ব্যাঘাত ঘটছে।

হাসপাতালের নৈশ প্রহরী তরিকুল ইসলাম বলেন, ভোররাতের দিকে দুর্বৃত্তরা হাসপাতালের বৈদ্যুতিক খুটি থেকে মিটারের সাথে সংযোগ দেয়া মোটা সার্ভিস তার কেটে ফেলে। তবে তার নিতে পারেনি। বিষয়টি কর্মকর্তাদের অবগত করা হয়েছে। সাথে বিদ্যুৎ বিভাগকেও খবর দেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত অনুমান দেড়টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন আমি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারে অবস্থান করছিলাম। লোডশেডিং ভেবে খোঁজ নেয়নি। সকালে ঘুম থেকে উঠে জানতে পারি তার চুরি হয়ে গেছে। প্রায় ১০ ফুটের মতো মিটারের সাথে সংযোগকৃত মোটা তার দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। ৬দিন আগে গত বুধবার দুর্বৃত্তরা সকালের দিকে তার কেটে নিয়ে যায়।

তিনি বলেন, বার বার তার চুরি রহস্যজনক মনে হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তা বুধবার আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। বিদ্যুৎ বিভাগ বেলা ৪টার দিকে সংযোগ দেন। তার আগ পর্যন্ত জেনারেটর চালিয়ে কার্যক্রম পরিচালনা করি। কোয়াটারে সংযোগ না থাকায় পানির অভাবে বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।

বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহিন বলেন, আমি অফিসিয়ালি খবর পাইনি। কর্মচারীদের কাছ থেকে জানার পর তারা সংযোগ দিয়েছে। সরকারি এতবড় প্রতিষ্ঠানে নিরাপত্তার ঘাটতি রয়েছে। এ বিষয়ে তাদের আরো সজাগ হওয়ার আহ্বান জানান।