June 8, 2023, 3:42 pm
শিরোনামঃ
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গোয়ালন্দের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে ড্রেজিংকৃত গভীরগর্তে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাংশায় হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ, এলাকাবাসীর ক্ষোভ গোয়ালন্দে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের অভিভাবক সমাবেশ গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগ, গোয়ালন্দে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ব্রিটিশ কোম্পানিকে গ্যাসসম্পদ অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৩, ২০২০
  • 126 Time View
শেয়ার করুনঃ

সমুদ্রে গ্যাসসম্পদ অনুসন্ধান করতে একটি ব্রিটিশ কোম্পানিকে দায়িত্ব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইস অ্যাফেয়ার্স ইউনিট। পাশাপাশি চলতি বছরের মধ্যে বাংলাদেশের মহীসোপান (কন্টিনেন্টাল সেলফ) নির্ধারণের জন্য জাতিসংঘে জমা দেওয়া ২০১১ সালের প্রস্তাবের সঙ্গে আরও কিছু উপাদান যুক্ত করা হবে। শুধু তাই নয়, বঙ্গোপসাগরে মেরিন জেনেটিক রিসোর্সের বাণিজ্যিক ব্যবহারের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহায়তা দিতে নেদারল্যান্ডসের সহযোগিতায় একটি দল কাজ করছে।

এছাড়া, ‘বাংলাদেশ সুমদ্র অঞ্চল আইন’ ইতোমধ্যে কেবিনেটে অনুমোদন পেয়েছে। আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের পর দ্রুততার সঙ্গে আইনটি সংসদে তোলা হবে।

এবিষয়ে জানতে চাইলে,মেরিটাইস অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম বলেন, ‘এটি চলমান প্রক্রিয়ার অংশ, কিন্তু কার্যক্রমগুলো মুজিববর্ষের সঙ্গে মিলে গেছে।’ গ্যাসসম্পদ অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গোপসাগরের গোদাবরি এলাকা, যা ভারতের সুমদ্র সীমানায় পড়েছে। সেখানে জমাট বাঁধা মিথেন গ্যাস পাওয়া গেছে। আমরা ধারণা করছি, আমাদের সুমদ্র অঞ্চলেও একই ধরনের মিথেন গ্যাস পাওয়া যাবে ।’ ইতোমধ্যে একটি ব্রিটিশ কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে এবং তারা কাজও শুরু করেছে বলে তিনি জানান।

খোরশেদ আলম জানান, ওই কোম্পানি সমুদ্রে সরাসরি অনুসন্ধান চালাবে না।বাংলাদেশের কাছে যে তথ্য-উপাত্ত আছে তা বিশ্লেষণ করে তাদের রিপোর্ট দেবে।

উল্লেখ্য, মিয়ানমার ও ভারতের সঙ্গে সুমদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০০৯ সালে আন্তর্জাতিক আদালতে মামলা করার আগে বাংলাদেশ বঙ্গোসাগরের একটি বিস্তারিত জরিপ চালিয়ে সমুদ্র বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

কন্টিনেন্টাল সেলফ

২০০১ সালে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে জাতিসংঘ কন্টিনেন্টাল সেলফ কনভেনশনে অনুস্বাক্ষর করে বাংলাদেশ। এর ১০ বছর পরে ২০১১ সালে আওয়ামী লীগ সরকার মহীসোপানের দাবিনামা জাতিসংঘে জমা দেয়। বাংলাদেশের আগে মিয়ানমার ২০০৮ সালে এবং ভারত ২০০৯ সালে তাদের দাবিনামা জমা দেয়।

২০১১ সালে দাবিনামা জমা দেওয়ার পর বাংলাদেশ ২০১২ সালে মিয়ানমারের সঙ্গে এবং ২০১৪ সালে ভারতের সুমদ্রসীমানা সংক্রান্ত বিরোধ আন্তর্জাতিক আদালতে নিষ্পত্তি করে।

এ বিষয়ে খোরশেদ আলম বলেন, ‘উভয় মামলার রায়ে কোর্টের সুনির্দিষ্ট কিছু নির্দেশনা আছে এবং সেগুলো অন্তর্ভুক্ত করে আমরা আমাদের দাবিনামা আবার জমা দেবো।’

তিনি বলেন, ‘আমরা এবছরের মধ্যে পরিবর্তিত দাবিনামা জমা দেবো বলে আশা করছি।’ কবে নাগাদ জাতিসংঘ বাংলাদেশের মহীসোপানের দাবি নিষ্পন্ন করবে, জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে তালিকার ৪৮ নম্বরে থাকা ভারতের দাবিনামার নিষ্পত্তি চলছে। আমাদের দাবিনামা তালিকার ৫৫ নম্বরে রয়েছে। আশা করছি, আমাদেরটা শিগগিরই নিষ্পত্তি হবে।’

প্রসঙ্গত, সুমদ্রতট থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত সুমদ্রে বাংলাদেশের সার্বভৌম অধিকার আছে এবং ২০০ নটিক্যালের বাইরে বাংলাদেশের কতটুকু অধিকার আছে, সেটি নির্ধারণ করবে জাতিসংঘ।

বাংলাদেশ সুমদ্র অঞ্চল আইন

১৯৭৪ সালে বঙ্গবন্ধু সরকারের আমলে মেরিটাইম জোন ও টেরেস্ট্রিয়াল ওয়াটার আইন করা হয়। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইনটি সংশোধনের উদ্যোগ নেয় সরকার। ইতোমধ্যে কেবিনেটে অনুমোদন পাওয়া গেছে। আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে এটি বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে।

খোরশেদ আলম বলেন,‘আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইনটির সংশোধনী এনেছি। আশা করি, এ বছরের মধ্যে এটি সংসদে পাস হবে।’

কী উদ্দেশ্যে নতুন সংশোধনী জানতে চাইলে তিনি বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে— সমুদ্র সম্পদের টেকসই ও উন্নত ব্যবহার। এজন্য যে আইনি কাঠামো প্রয়োজন, সেটির জন্য আইনটিতে সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102