
মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে রেলের ১৫০ একর জমি অবৈধভাবে বেদখলে রয়েছে। সে জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ে কতৃপক্ষ ও জেলা প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহরের ফুলতলা এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
এ সময় বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাজবাড়ীতে রেলের জমি রয়েছে প্রায় ৪০০ একর। এর মধ্যে শহরের আাশে পাশে ১৫০ একর জমি অবৈধভাবে দখল করে আছে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা। সেই জমি উদ্ধারে আজ থেকে অভিযান শুরু হয়েছে। এছাড়া রেলওয়ের অনেক কোয়ার্টারও স্থানীয়দের অবৈধ দখলে আছে। পর্যায়ক্রমে রেলের এ সম্পদগুলো উদ্ধার করা হবে। অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, রেলওয়ের যত সম্পদ নামে বেনামে প্রভাবশালীদের দখলে রয়েছে, তা দখলমুক্ত করা হবে। তবে যারা যেসব জমিতে বসবাস করছেন, তাদের আগামী ২১তারিখের মধ্যে দখল ছাড়ার নোটিশ ও প্রচারনা মাইকিং করা হয়েছে।