০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে এক রাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবান জিনিসপত্র চুরি

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। জানালা ও বারন্দার গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারী থেকে ল্যাপটপ, মাল্টিমিডিয়া, টেলিভিশন সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এর আগে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। বুধবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়।

জানা যায়, মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত গভীররাতে গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে অবস্থিত ইদ্রিসিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার বারান্দার গ্রীল ভেঙে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে আলমারীতে রাখা ল্যাপটপ ও টেলিভিশন নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন বারান্দার গ্রীল ভাঙা দেখে দ্রুত মাদরাসার শিক্ষকদের অবগত করে।

মাদরাসার সুপার মাওলানা আবু তাহের বলেন, বুধবার সকালে মাদরাসার দপ্তারি শামীম দেখতে পেয়ে আমাদের জানান। পরে দ্রুত মাদরাসায় পৌছে দেখি বারান্দার কলাপসিবল গেটের হুক কাটা। দুর্বৃত্তরা দরজার হ্যাজবল্ট কেটে আলমারীর তালা ভেঙে ল্যাপটপ ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে একটি ৫৫ ইঞ্চি টেলিভিশন নিয়ে গেছে। বিষয়টি থানায় অভিযোগ করা হয়েছে।

এদিকে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে অবস্থিত ১নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারী থেকে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর নিয়ে যায়। বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী জানালার গ্রীল ভাঙা দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি ভাঙা দেখতে পান।

প্রধান শিক্ষক ফরিদা আক্তার জানান, বিদ্যালয়ের দপ্তরি শাহাদৎ হোসেন সকালে লাইব্রেরী খুলে জানালার পাল্লা খোলা দেখতে পেয়ে বিষয়টি জানান। আমরা বিদ্যালয়ে গিয়ে ভালো করে দেখি ষ্টীলের আলমারীর তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। আলমারীতে থাকা একটি ল্যাপটপ ও একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর নেই। এ বিষয়ে থানায় লিখিত জানানো হয়েছে।

এদিকে বুধবার (১৬ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা পরিষদে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন গত কয়েক দিনে বেশ কয়েকটি বিদ্যালয়ের চুরির ঘটনা অবগত করেন। অধিকাংশ বিদ্যালয়ে নৈশ প্রহরী না থাকায় বর্তমানে তারা চুরি নিয়ে শঙ্কায় আছেন।

কবির হোসেন বলেন, মঙ্গলবার রাতে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুর্বৃত্তরা ল্যাপটপ ও মাল্টিমিডিয়া নিয়ে গেছে। ৩১ অক্টোবর মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রীল ভেঙে সাউন্ডবক্স নিয়ে গেছে। ওইদিন রাতেই বিশ্বনাথ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রীল ভাঙলেও কিছুই নিতে পারেনি। ২৬ অক্টোবর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুর্বৃত্তরা দুটি সিলিং ফ্যান নিয়ে যায়। ২০ অক্টোবর যদুফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হ্যান্ড মাইক, ট্রফি ও জাতীয় পতাকা নিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, দৌলতদিয়া ঘাটের ব্যস্ততা না থাকা সহ নানা কারনে চুরির সংখ্যা কিছুটা বেড়েছে। স্কুল-কলেজের শিক্ষকদের চুরির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। নিজ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ করা মুশকিল। তারপরও পুলিশ তৎপর রয়েছে। আশা করি অপরাধীদের ধরতে সক্ষম হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে এক রাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবান জিনিসপত্র চুরি

পোস্ট হয়েছেঃ ১০:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। জানালা ও বারন্দার গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারী থেকে ল্যাপটপ, মাল্টিমিডিয়া, টেলিভিশন সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এর আগে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। বুধবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়।

জানা যায়, মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত গভীররাতে গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে অবস্থিত ইদ্রিসিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার বারান্দার গ্রীল ভেঙে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে আলমারীতে রাখা ল্যাপটপ ও টেলিভিশন নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন বারান্দার গ্রীল ভাঙা দেখে দ্রুত মাদরাসার শিক্ষকদের অবগত করে।

মাদরাসার সুপার মাওলানা আবু তাহের বলেন, বুধবার সকালে মাদরাসার দপ্তারি শামীম দেখতে পেয়ে আমাদের জানান। পরে দ্রুত মাদরাসায় পৌছে দেখি বারান্দার কলাপসিবল গেটের হুক কাটা। দুর্বৃত্তরা দরজার হ্যাজবল্ট কেটে আলমারীর তালা ভেঙে ল্যাপটপ ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে একটি ৫৫ ইঞ্চি টেলিভিশন নিয়ে গেছে। বিষয়টি থানায় অভিযোগ করা হয়েছে।

এদিকে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে অবস্থিত ১নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারী থেকে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর নিয়ে যায়। বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী জানালার গ্রীল ভাঙা দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি ভাঙা দেখতে পান।

প্রধান শিক্ষক ফরিদা আক্তার জানান, বিদ্যালয়ের দপ্তরি শাহাদৎ হোসেন সকালে লাইব্রেরী খুলে জানালার পাল্লা খোলা দেখতে পেয়ে বিষয়টি জানান। আমরা বিদ্যালয়ে গিয়ে ভালো করে দেখি ষ্টীলের আলমারীর তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। আলমারীতে থাকা একটি ল্যাপটপ ও একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর নেই। এ বিষয়ে থানায় লিখিত জানানো হয়েছে।

এদিকে বুধবার (১৬ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা পরিষদে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন গত কয়েক দিনে বেশ কয়েকটি বিদ্যালয়ের চুরির ঘটনা অবগত করেন। অধিকাংশ বিদ্যালয়ে নৈশ প্রহরী না থাকায় বর্তমানে তারা চুরি নিয়ে শঙ্কায় আছেন।

কবির হোসেন বলেন, মঙ্গলবার রাতে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুর্বৃত্তরা ল্যাপটপ ও মাল্টিমিডিয়া নিয়ে গেছে। ৩১ অক্টোবর মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রীল ভেঙে সাউন্ডবক্স নিয়ে গেছে। ওইদিন রাতেই বিশ্বনাথ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রীল ভাঙলেও কিছুই নিতে পারেনি। ২৬ অক্টোবর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুর্বৃত্তরা দুটি সিলিং ফ্যান নিয়ে যায়। ২০ অক্টোবর যদুফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হ্যান্ড মাইক, ট্রফি ও জাতীয় পতাকা নিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, দৌলতদিয়া ঘাটের ব্যস্ততা না থাকা সহ নানা কারনে চুরির সংখ্যা কিছুটা বেড়েছে। স্কুল-কলেজের শিক্ষকদের চুরির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। নিজ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ করা মুশকিল। তারপরও পুলিশ তৎপর রয়েছে। আশা করি অপরাধীদের ধরতে সক্ষম হবে।