০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আবাসিক বোডিং ব্যবসার আড়ালে চোরাই মোবাইলের ব্যবসা, গোয়ালন্দে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলওয়ে ষ্টেশন এলাকার একটি আবাসিক বোডিং থেকে চারটি চোরাই মোবাইল ফোনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে দৌলতদিয়া ঘাট রাজশাহী সেলিম আবাসিক বোডিং থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গফুর মোল্লার পাড়ার ইমান মন্ডলের ছেলে আলমগীর মন্ডল (৩২) ও স্থানীয় ওমর আলী পাড়ার মোকছেদ মৃধার ছেলে মো. সেলিম মৃধা (৩৮)। তারা দীর্ঘদিন ধরে আবাসিক বোডিং ব্যবসার আড়ালে চোরাই মোবাইল ফোন কেনাবেচা করে আসছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে দৌলতদিয়া ঘাট রেলওয়ে ষ্টেশন এলাকার রাজশাহী সেলিম আবাসিক বোডিংয়ে অভিযান চালায়। এসময় বোডিং মালিক সেলিম মৃধা বোডিং সংলগ্ন তাঁর মুদি দোকানে থাকা অবস্থায় তাঁর হেফাজত থেকে একটি অপ্পো এ ১৫এস, একটি স্যামসাং এ ৩০এস, একটি টেকনো এবং একটি ভিভো কোম্পানীর চারটি মূল্যবান মোবাইল ফোন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫৬ হাজার টাকা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, সম্প্রতি ঢাকার এক পুলিশ কর্মকর্তার মুঠোফোন খোয়া যায়। পুলিশ তদন্তে নেমে ট্র্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারেন ফোনটি দৌলতদিয়া ঘাট এলাকায় ব্যবহৃত হচ্ছে। ওই সূত্র ধরে অভিযানে নেমে মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট রাজশাহী সেলিম আবাসিক বোডিং মালিকের কাছ থেকে ফোনটি উদ্ধার করতে গিয়ে দেখতে পান মঙ্গলবার আরেকটি চোরাই ফোন তিনি ক্রয় করেছেন। পরবর্তীতে তার হেফাজত থেকে মোট চারটি চোরাই ফোন জব্দ করা হয়।

ওসি বলেন, আবাসিক বোডিংয়ের ব্যবসার আড়ালে সেলিম মৃধা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন কেনাবেচা করে আসছিল। পরে চোরাই মোবাইল ফোন কেনাবেচার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বোডিং মালিকসহ দুই জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই পুলিশ বাদী হয়ে মামলা (নং-১৯) দায়ের করে। তাদেরকে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

আবাসিক বোডিং ব্যবসার আড়ালে চোরাই মোবাইলের ব্যবসা, গোয়ালন্দে গ্রেপ্তার ২

পোস্ট হয়েছেঃ ১০:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলওয়ে ষ্টেশন এলাকার একটি আবাসিক বোডিং থেকে চারটি চোরাই মোবাইল ফোনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে দৌলতদিয়া ঘাট রাজশাহী সেলিম আবাসিক বোডিং থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গফুর মোল্লার পাড়ার ইমান মন্ডলের ছেলে আলমগীর মন্ডল (৩২) ও স্থানীয় ওমর আলী পাড়ার মোকছেদ মৃধার ছেলে মো. সেলিম মৃধা (৩৮)। তারা দীর্ঘদিন ধরে আবাসিক বোডিং ব্যবসার আড়ালে চোরাই মোবাইল ফোন কেনাবেচা করে আসছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে দৌলতদিয়া ঘাট রেলওয়ে ষ্টেশন এলাকার রাজশাহী সেলিম আবাসিক বোডিংয়ে অভিযান চালায়। এসময় বোডিং মালিক সেলিম মৃধা বোডিং সংলগ্ন তাঁর মুদি দোকানে থাকা অবস্থায় তাঁর হেফাজত থেকে একটি অপ্পো এ ১৫এস, একটি স্যামসাং এ ৩০এস, একটি টেকনো এবং একটি ভিভো কোম্পানীর চারটি মূল্যবান মোবাইল ফোন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫৬ হাজার টাকা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, সম্প্রতি ঢাকার এক পুলিশ কর্মকর্তার মুঠোফোন খোয়া যায়। পুলিশ তদন্তে নেমে ট্র্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারেন ফোনটি দৌলতদিয়া ঘাট এলাকায় ব্যবহৃত হচ্ছে। ওই সূত্র ধরে অভিযানে নেমে মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট রাজশাহী সেলিম আবাসিক বোডিং মালিকের কাছ থেকে ফোনটি উদ্ধার করতে গিয়ে দেখতে পান মঙ্গলবার আরেকটি চোরাই ফোন তিনি ক্রয় করেছেন। পরবর্তীতে তার হেফাজত থেকে মোট চারটি চোরাই ফোন জব্দ করা হয়।

ওসি বলেন, আবাসিক বোডিংয়ের ব্যবসার আড়ালে সেলিম মৃধা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন কেনাবেচা করে আসছিল। পরে চোরাই মোবাইল ফোন কেনাবেচার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বোডিং মালিকসহ দুই জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই পুলিশ বাদী হয়ে মামলা (নং-১৯) দায়ের করে। তাদেরকে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।