০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বসন্তপুরের ধুলদী লক্ষীপুরে উচ্চ আদালতের স্থগিতাদেশ ভঙ্গ করে জমি দখলের চেষ্টা

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে ধুলদী লক্ষীপুরের বাসিন্দা মৃত দেবেন্দ্রনাথ ঘোষের পুত্র বিষ্ণু চন্দ্র ঘোষের ১ একর ৪ শতাংশ দলিল বলে ক্রয়কৃত জমি উচ্চ আদালতের আদেশ ভঙ্গ করে দখল করার চেষ্টা করা হয়েছে। গত ২৪ জুলাই ধুলদী লক্ষিপুর মৌজার অন্তর্গত বিএস খতিয়ান নং ৬৬৭ এবং দাগ নং ৪৪৪৭ দাগের ১ একর ০৪ শতাংশ জমি ২০০২ সালে দলিল কৃত মূল্যে ক্রয় ও ভোগ দখল কৃত জমি দখল করে নেয়।

বিবাদী ও প্রতিপক্ষ ধুলদী লক্ষিপুর গ্রামের প্রদিপ কুমার ঘোষ, একই গ্রামের পলাশ কুমার ঘোষ, নুরামিন সেখ, মোঃ সিদ্দুকুর রহমান সেখ, মোঃ শহিদুল ইসলাম ব্যাপারী, মোঃ সুরুজ খাঁ, মোঃ শহিদ প্রামানিক, মোঃ জাহিদ সেখ, মোঃ হাবিবুর রহমান সহ ৫০ জনেরও বেশি দূবৃত্ত ওই জমির ফসল কেটে নস্ট করে জমিতে থাকা সেচঘর ভেঙ্গে ফেলে। উচ্চ আদালতের স্থগিতাদেশ ও আদালতের ১৪৪/১৪৫ ধারার ফৌজদারী কার্যবিধি ভঙ্গ করে উক্ত জমি দখল করা হয়। যা আইনকে সম্পূর্ণ ভাবে অমান্য ও বৃদ্ধাঙ্গুলী দেখানো হয়েছে। এতে উক্ত দলিল বলে ক্রয় কৃত জমির মালিক বিষ্ণু চন্দ্র ঘোষের উপর বেআইনীভাবে জোর জবরদোস্তি চালানো হয়েছে। গত ৩ নভেম্বর সকালে প্রতিপক্ষ জমিতে ফের কলাগাছ রোপন করে জোর করে। উচ্চ আদালতে ১০৪ শতাংশ জমির স্থিতাবস্থা বা স্থগিতাদেশ বজায় রাখতে রিট পিটিশন দায়েরের মাধ্যমে ২০ জুন ২০২২ তারিখে উচ্চ আদালতের আদেশ রয়েছে। যার রিট পিটিশন নং ১৬২৫১/২০১৭।

জমির বিষয়ে সদর থানায় আরো অভিযোগ ও সাধারন ডায়েরীতে হত্যার হুমকি, মেহেগুনি সহ অন্যান্য গাছ কেটে নেওয়া, বাদী বিষ্ণু চন্দ্র ঘোষ ও তা স্ত্রীকে মারপিট, শ্লীলতাহানি সহ নানা ভাবে হেনস্তা করা হচ্ছে। এ পর্যন্ত এই ১০৪ শতক জমি থেকে কয়েক বারে প্রায় তিন লক্ষ টাকার বেশি গাছ ও ফসল কেটে নেওয়া হয়েছে। আদালতের আদেশ, ১৪৪ ধারা জারী, জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন, এসিল্যান্ড অফিসে নাম জারী স্থগীতাদেশ চেয়ে আবেদন, সদর থানায় ৭টি অভিযোগ ও সাধারন ডায়েরী থাকা সত্বেও প্রশাসনের সদস্যদের উপস্থিতিতে উক্ত জমির দখল কিভাবে নেওয়া হল তা নিয়ে শঙ্কিত এ মামলার বাদী। ২৮ আগস্ট ২০২২ উচ্চ আদালতের ল্যান্ড সার্ভে আপিলাত ট্রাইব্যুনাল উক্ত জমির দৈত বেঞ্চের বিচারক কাসিফা হুসাইন ও কাজী জিনাত হক এ আদেশ প্রদান করেন। এ আদেশের বলে উক্ত জমির পূর্বের সব ধরনের রায়ের সকল আদেশ বাতিল বলে গন্য হল।

জমি সংক্রান্ত এ বিষয়ে উচ্চো আদালতের নিষেধাজ্ঞা সহ ১৪৪ ধারা জারি রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ পত্র দায়ের, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নামজারী থেকে স্থগীতাদেশ বজায় রাখতে আবেদন এবং রাজবাড়ী সদর থানায় ৬টি অভিযোগ ও সাধারন ডায়েরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, উচ্চ আদালতের রায়ের কপি আমরা পাইনি। আমাদের কাছে ভুক্তভোগীরাও রায়ের কপি দেয়নি। তবে এ বিষয়ে ঘটনা স্থলে গিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাদী পক্ষকে কোর্টকে অবহিত করার কথাও জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

বসন্তপুরের ধুলদী লক্ষীপুরে উচ্চ আদালতের স্থগিতাদেশ ভঙ্গ করে জমি দখলের চেষ্টা

পোস্ট হয়েছেঃ ১০:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে ধুলদী লক্ষীপুরের বাসিন্দা মৃত দেবেন্দ্রনাথ ঘোষের পুত্র বিষ্ণু চন্দ্র ঘোষের ১ একর ৪ শতাংশ দলিল বলে ক্রয়কৃত জমি উচ্চ আদালতের আদেশ ভঙ্গ করে দখল করার চেষ্টা করা হয়েছে। গত ২৪ জুলাই ধুলদী লক্ষিপুর মৌজার অন্তর্গত বিএস খতিয়ান নং ৬৬৭ এবং দাগ নং ৪৪৪৭ দাগের ১ একর ০৪ শতাংশ জমি ২০০২ সালে দলিল কৃত মূল্যে ক্রয় ও ভোগ দখল কৃত জমি দখল করে নেয়।

বিবাদী ও প্রতিপক্ষ ধুলদী লক্ষিপুর গ্রামের প্রদিপ কুমার ঘোষ, একই গ্রামের পলাশ কুমার ঘোষ, নুরামিন সেখ, মোঃ সিদ্দুকুর রহমান সেখ, মোঃ শহিদুল ইসলাম ব্যাপারী, মোঃ সুরুজ খাঁ, মোঃ শহিদ প্রামানিক, মোঃ জাহিদ সেখ, মোঃ হাবিবুর রহমান সহ ৫০ জনেরও বেশি দূবৃত্ত ওই জমির ফসল কেটে নস্ট করে জমিতে থাকা সেচঘর ভেঙ্গে ফেলে। উচ্চ আদালতের স্থগিতাদেশ ও আদালতের ১৪৪/১৪৫ ধারার ফৌজদারী কার্যবিধি ভঙ্গ করে উক্ত জমি দখল করা হয়। যা আইনকে সম্পূর্ণ ভাবে অমান্য ও বৃদ্ধাঙ্গুলী দেখানো হয়েছে। এতে উক্ত দলিল বলে ক্রয় কৃত জমির মালিক বিষ্ণু চন্দ্র ঘোষের উপর বেআইনীভাবে জোর জবরদোস্তি চালানো হয়েছে। গত ৩ নভেম্বর সকালে প্রতিপক্ষ জমিতে ফের কলাগাছ রোপন করে জোর করে। উচ্চ আদালতে ১০৪ শতাংশ জমির স্থিতাবস্থা বা স্থগিতাদেশ বজায় রাখতে রিট পিটিশন দায়েরের মাধ্যমে ২০ জুন ২০২২ তারিখে উচ্চ আদালতের আদেশ রয়েছে। যার রিট পিটিশন নং ১৬২৫১/২০১৭।

জমির বিষয়ে সদর থানায় আরো অভিযোগ ও সাধারন ডায়েরীতে হত্যার হুমকি, মেহেগুনি সহ অন্যান্য গাছ কেটে নেওয়া, বাদী বিষ্ণু চন্দ্র ঘোষ ও তা স্ত্রীকে মারপিট, শ্লীলতাহানি সহ নানা ভাবে হেনস্তা করা হচ্ছে। এ পর্যন্ত এই ১০৪ শতক জমি থেকে কয়েক বারে প্রায় তিন লক্ষ টাকার বেশি গাছ ও ফসল কেটে নেওয়া হয়েছে। আদালতের আদেশ, ১৪৪ ধারা জারী, জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন, এসিল্যান্ড অফিসে নাম জারী স্থগীতাদেশ চেয়ে আবেদন, সদর থানায় ৭টি অভিযোগ ও সাধারন ডায়েরী থাকা সত্বেও প্রশাসনের সদস্যদের উপস্থিতিতে উক্ত জমির দখল কিভাবে নেওয়া হল তা নিয়ে শঙ্কিত এ মামলার বাদী। ২৮ আগস্ট ২০২২ উচ্চ আদালতের ল্যান্ড সার্ভে আপিলাত ট্রাইব্যুনাল উক্ত জমির দৈত বেঞ্চের বিচারক কাসিফা হুসাইন ও কাজী জিনাত হক এ আদেশ প্রদান করেন। এ আদেশের বলে উক্ত জমির পূর্বের সব ধরনের রায়ের সকল আদেশ বাতিল বলে গন্য হল।

জমি সংক্রান্ত এ বিষয়ে উচ্চো আদালতের নিষেধাজ্ঞা সহ ১৪৪ ধারা জারি রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ পত্র দায়ের, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নামজারী থেকে স্থগীতাদেশ বজায় রাখতে আবেদন এবং রাজবাড়ী সদর থানায় ৬টি অভিযোগ ও সাধারন ডায়েরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, উচ্চ আদালতের রায়ের কপি আমরা পাইনি। আমাদের কাছে ভুক্তভোগীরাও রায়ের কপি দেয়নি। তবে এ বিষয়ে ঘটনা স্থলে গিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাদী পক্ষকে কোর্টকে অবহিত করার কথাও জানান তিনি।