০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে ঘরে ঘুমের মধ্যে আগুনে পুড়ে বৃদ্ধা ও শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ঘরের আগুনে জীবন্ত দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধা ও শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আনছের বেপারী পাড়া গ্রামে। নিহতরা হলো স্থানীয় মৃত রহমান আলী মোল্লার স্ত্রী বড় বিবি (৯০) ও তার নাতী রমজান মোল্লার মেয়ে তাছমিয়া আক্তার (৯)। তাছিয়া গোয়ালন্দ শহরের লোটাস কলেজিয়ে স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ৯টার দিকে দৌলতদিয়া আনছের বেপারী পাড়া গ্রামের কৃষক ঠান্ডু মোল্লার টিনের বসত ঘরে হঠাৎ করে আগুন লাগে। ওই সময় চৌচালা টিনের ঘরে ঠান্ডু মোল্লার মা বড় বিবি ও তার ছেলে রমজান মোল্লার মেয়ে তাছমিয়া আক্তার খাটে ঘুমিয়ে ছিলেন। আগুনের উত্তাপে ঘরে থাকা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবার সহ স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দল ঘটনাস্থলে পৌছে প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে পুড়ে অঙ্গার হয়ে যায় বৃদ্ধা বড় বিবি ও শিশু তাছমিয়া আক্তারের দেহ। তাদের টিনের দুটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। ঘরে থাকা কোন জিনিসপত্র তারা বের করতে পারেননি।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এসময় উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

ঘটনাস্থল ঘুরে এসে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘরে থাকা সিলিং ফ্যান অতিমাত্রায় গরম হয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘরের আগুন থেকে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটলে মুহুর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। যে কারনে ঘর থেকে বৃদ্ধা বড় বিবি ও তার নাতীর মেয়ে তাছমিয়া আক্তারকে বের করতে পারেননি। পরে তারা ঘরেই আগুনে পুড়ে কয়লা হয়ে গেছেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম বলেন, রাত সোয়া ৯টার দিকে তারা আগুন লাগার সংবাদ পান। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌছে তারা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় তারা ঘরের পোড়া স্তুপ থেকে বৃদ্ধ বড় বিবি ও শিশু তাছমিয়ার লাশ শনাক্ত করে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে তারা খাটে ঘুমিয়ে ছিলেন। আগুনে পুড়ে তাদের দেহ কয়লা হয়ে গেছে। আগুনে দুটি টিনের বসত ঘর ও একটি রান্না ঘর পুড়ে গেছে।

দৌলতদিয়া ইউনিয়নের স্থানীয় ৮নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফজলুল হক বলেন, বৃদ্ধা বড় বিবি দীর্ঘদিন ধরে অসুস্থ্য অবস্থায় ঘরে পড়ে ছিল। আগুনে দুইজনের দেহ পুড়ে শুধু কয়লা হওয়ার মতো অবস্থা। আমরা সোমবার সকাল ৮টার দিকে মৃতদের জানাযা নামাজ আদায় করে দাফন সম্পন্ন করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে ঘরে ঘুমের মধ্যে আগুনে পুড়ে বৃদ্ধা ও শিশুর মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৯:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ঘরের আগুনে জীবন্ত দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধা ও শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আনছের বেপারী পাড়া গ্রামে। নিহতরা হলো স্থানীয় মৃত রহমান আলী মোল্লার স্ত্রী বড় বিবি (৯০) ও তার নাতী রমজান মোল্লার মেয়ে তাছমিয়া আক্তার (৯)। তাছিয়া গোয়ালন্দ শহরের লোটাস কলেজিয়ে স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ৯টার দিকে দৌলতদিয়া আনছের বেপারী পাড়া গ্রামের কৃষক ঠান্ডু মোল্লার টিনের বসত ঘরে হঠাৎ করে আগুন লাগে। ওই সময় চৌচালা টিনের ঘরে ঠান্ডু মোল্লার মা বড় বিবি ও তার ছেলে রমজান মোল্লার মেয়ে তাছমিয়া আক্তার খাটে ঘুমিয়ে ছিলেন। আগুনের উত্তাপে ঘরে থাকা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবার সহ স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দল ঘটনাস্থলে পৌছে প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে পুড়ে অঙ্গার হয়ে যায় বৃদ্ধা বড় বিবি ও শিশু তাছমিয়া আক্তারের দেহ। তাদের টিনের দুটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। ঘরে থাকা কোন জিনিসপত্র তারা বের করতে পারেননি।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এসময় উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

ঘটনাস্থল ঘুরে এসে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘরে থাকা সিলিং ফ্যান অতিমাত্রায় গরম হয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘরের আগুন থেকে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটলে মুহুর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। যে কারনে ঘর থেকে বৃদ্ধা বড় বিবি ও তার নাতীর মেয়ে তাছমিয়া আক্তারকে বের করতে পারেননি। পরে তারা ঘরেই আগুনে পুড়ে কয়লা হয়ে গেছেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম বলেন, রাত সোয়া ৯টার দিকে তারা আগুন লাগার সংবাদ পান। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌছে তারা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় তারা ঘরের পোড়া স্তুপ থেকে বৃদ্ধ বড় বিবি ও শিশু তাছমিয়ার লাশ শনাক্ত করে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে তারা খাটে ঘুমিয়ে ছিলেন। আগুনে পুড়ে তাদের দেহ কয়লা হয়ে গেছে। আগুনে দুটি টিনের বসত ঘর ও একটি রান্না ঘর পুড়ে গেছে।

দৌলতদিয়া ইউনিয়নের স্থানীয় ৮নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফজলুল হক বলেন, বৃদ্ধা বড় বিবি দীর্ঘদিন ধরে অসুস্থ্য অবস্থায় ঘরে পড়ে ছিল। আগুনে দুইজনের দেহ পুড়ে শুধু কয়লা হওয়ার মতো অবস্থা। আমরা সোমবার সকাল ৮টার দিকে মৃতদের জানাযা নামাজ আদায় করে দাফন সম্পন্ন করা হয়।