
নিজস্ব প্রতিবেদক, কালুখালীঃ রাজবাড়ীর কালুখালী থানার কালিকাপুর ইউনিয়ন থেকে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৪ হাজার ৫০০ টাকাসহ এক জনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত মাদক কারবারী হলো, কালুখালী থানার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত পরিমল ভাদুড়ীর ছেলে প্রদ্যুৎ কুমার ভাদুড়ী ওরফে বাপ্পিকে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৪ হাজার ৫০০ টাকা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম শনিবার (৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপরোক্ত ঠিকানা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় কালুখালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।