
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়ার বাসিন্দা, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক, সংবাদপত্র এজেন্ট ও গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল হক ওরফে আমিনুল মাষ্টারের আজ সোববার (১৯ সেপ্টেম্বর) ২৪ তম মৃত্যু বার্ষিকী।
১৯৯৮ সালের ১৯ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি গোয়ালন্দ উপজেলার একজন সৎ এবং জনপ্রিয় শিক্ষক ছিলেন। তাঁর হাত ধরে আজ অনেকেই প্রতিষ্ঠিত। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক। বড় মেয়ে নাসরীন আক্তার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। ছোট মেয়ে নাজনীন আক্তার গৃহিনী এবং একমাত্র ছেলে রাকিবুল হক ওভি একজন বস্ত্র প্রকৌশলী ও রাজবাড়ী জেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল রাজবাড়ীমেইলডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক।
তিনি প্রথম আলো ও এবিসি রেডিও’র গোয়ালন্দ প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. রাশেদুল হক রায়হানের শ্বশুর। তাঁর ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শহরের ইদ্রিসিয়া ইসলামিয়া জামে মসজিদ এবং বদিউজ্জামান বেপারী পাড়া জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।