
মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বিলনয়াবাদ এলাকার একটি কলা বাগানে গাঁজা চাষের অপরাধে শহিদ গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার দেখানো মতে ওই কলা বাগান থেকে ৬টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশের অভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বিলনয়াবাদ এলাকায় চাষি হিদ গাজীর কলা বাগান থেকে ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হিদ গাজী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মুলঘর গ্রামের মৃত আ. হক গাজীর ছেলে।
রাজবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, রাজবাড়ী সদর থানার অফিসার ও ফোর্স থানা এলাকায় ওয়ারেন্ট ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদে হিদ গাজীর কলা বাগান থেকে ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।