
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ শিক্ষার্থী সহ পরিক্ষার্থীদের গরমে যাতে কষ্ট করতে না হয় প্রতিকার হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদরাসায় উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটালের পক্ষ থেকে ১০টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মাদরাসার অধ্যক্ষ মোজাফফার হোসাইনের হাতে সিলিং ফ্যানগুলি তুলে দেয়া হয়। এসময় ইউএনও মো. জাকির হোসেন, গোয়ালন্দ মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী রাতুল আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী জানান, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদরাসায় দাখিল পরীক্ষা চলছে। পর্যাপ্ত সিলিং ফ্যান না থাকায় পরিক্ষার্থী সহ শিক্ষার্থীদের গরমে কষ্ট করতে হচ্ছে। বিষয়টি জানার গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিলিং ফ্যান প্রদানের ঘোষণা দেন। তারই আলোকে আজ মাদরাসার অধ্যক্ষের হাতে ১০টি সিলিং ফ্যান তুলে দেয়া হলো।
মাদরাসার অধ্যক্ষ মোজাফফর হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে আমরা সিলিং ফ্যানের অভাব বোধ করছিলাম। পরে বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালককে অবগত করা হয়। সিলিং ফ্যানগুলি পেয়ে অনেক উপকৃত হলাম।