June 8, 2023, 2:03 pm
শিরোনামঃ
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গোয়ালন্দের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে ড্রেজিংকৃত গভীরগর্তে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাংশায় হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ, এলাকাবাসীর ক্ষোভ গোয়ালন্দে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের অভিভাবক সমাবেশ গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগ, গোয়ালন্দে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে পালিত হল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৭তম জন্মদিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২০
  • 137 Time View
শেয়ার করুনঃ

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে পালিত হল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৭তম জন্মদিন। এ উপলক্ষে বুধবার দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭ পাউন্ড ওজনের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন করা হয়।

জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীগণ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ ন ম নওশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জিপি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রমুখ রাষ্ট্রপতির কর্মময় বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা করেন।

আলোচনা সভা শেষে মেডিকেলের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কামালপুর গ্রামের মো. তায়েব উদ্দিন ও তমিজা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।

তিনি ছাত্রলীগের রাজনীতি শেষে হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ ৩৭ বছর দায়িত্বপালন করেন।

বর্তমান কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সাতবার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ রাষ্ট্র্রপতি নির্বাচিত হওয়ার আগে বিরোধী দলের উপনেতা, ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য তার সৌভাগ্যের মুকুটে যুক্ত হয় স্বাধীনতা পদকের হিরণ্ময় পালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102