১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরি ঘাটে নদী শাসনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদী শাসনের দাবীতে শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী। দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট থেকে ৬ নম্বর ফেরি ঘাট পর্যন্ত সড়কের এক পাশে দাড়িয়ে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে স্থানীয় বাসিন্দারা “এক দফা এক দাবী, নদী শাসন কবে হবি” এই শ্লোগানে মুখরিত করে তুলেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিলও করেন।

ফেরি ঘাট এলাকার বাসিন্দারা জানান, ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। ভাঙনে ফেরি ঘাট এলাকার কয়েকশ পরিবার ভিটে-মাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃশ্ব হয়েছেন। ভাঙন প্রতিরোধে এলাকার বাসিন্দারা বহু বছর ধরে নদী শাসনের দাবী জানিয়ে আসছে। ২০১৯ সালে দৌলতদিয়ার দুটি ফেরি ঘাট বিলীন হয়ে যায়। ভাঙন ঝুঁকিতে রয়েছে কয়েকশ পরিবার, মসজিদ, মাদ্রাসা, বাজার, লঞ্চ ও ফেরিঘাট। ভাঙন প্রতিরোধে বাহির চর দৌলতদিয়া থেকে পশ্চিমে দেবগ্রাম ইউনিয়নের অন্তত ৬ কিলোমিটার পর্যন্ত নদী শাসন করার কথা। এখন পর্যন্ত কাজ শুরু না হওয়ায় এলাকাবাসী শঙ্কিত আদৌ কাজ হবে কি না?

গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকায় হঠাৎ ভাঙনে প্রায় ৫০মিটার এলাকা বিলীন হয়ে যায়। গত দুই দিনে ভাঙনে আরো প্রায় ৫০ মিটার সহ ১০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। ৫ নম্বর ফেরি ঘাটের নিচু স্তর, মধ্যম স্তর এবং উচ্চু স্তরের সংযোগ সড়ক বিচ্ছিন্ন হওয়ায় মঙ্গলবার বিকেল থেকে ৫ নম্বর ঘাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ভাঙন প্রতিরোধে ওই এলাকায় বিআইডব্লিউটিএ জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলছে।

বালুভর্তি জিওব্যাগ ফেলা নিয়েও এলাকাবাসীর অভিযোগ রয়েছে। দৌলতদিয়া নৌযান শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, জিওব্যাগে মোটা বালু দেওয়ার কথা। মোটা বালি না দিয়ে ভরাট মাটি দেওয়া হচ্ছে। ভরাট মাটির কারনে ওই বস্তার মাটি গলে খালি হয়ে গেছে। এছাড়া প্রতিটি বস্তায় পরিমানে কম দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

‘নদী ভাঙনের কবল থেকে দৌলতদিয়া বাসী বাঁচতে চায়’ শিরোনামে নদী শাসনের দাবীতে পদ্মা পাড়ের সর্বস্তরের জনগন ব্যানারে শুক্রবার বেলা সড়ে তিনটায় ফেরি ঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচি করে। আওয়ামী মটর চালক লীগ সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, স্থানীয় নদী ভাঙনের শিকার আতিয়ার রহমান প্রমূখ।

বক্তারা বলেন, আমি কিছুই চাই না, শুধু মাত্র নদী শাসন চাই। নদী শাসন না করলে দৌলতদিয়া ঘাট থাকবেনা। সর্বহারা হয়ে পড়বে শত শত পরিবার। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন, আমরা নদী শাসন হচ্ছে, নদী শাসন হচ্ছে এই কথা আর শুনতে চাইনা, বাস্তবায়ন চাই। দ্রুত নদী শাসনের কাজ শুরু না হলে আগামীতে এই ঘাট বন্ধ করে দিয়ে হলেও আন্দোলন চালিয়ে যাবেন।

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ফেরি ঘাট রক্ষায় আমাদের পাশাপাশি পানি উন্নয়ন বোডও কাজ করছে। এখন ফেরি ঘাট রক্ষায় জরুরি কাজ চলছে। ফেরিঘাট আধুনিকায়ন সংক্রান্ত কাজ হওয়ার কথা। নতুন করে গত ৬ সেপ্টেম্বর ৫নম্বর ফেরি ঘাট ভাঙনে বন্ধ রয়েছে। তীব্র স্রোতে ভাঙনে ফেরি ঘাটের সংযোগ সড়ক ধ্বসে যাওয়ায় আপাতত ঘাটটি চালু করার পরিস্থিতি নেই।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

দৌলতদিয়া ফেরি ঘাটে নদী শাসনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ১০:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদী শাসনের দাবীতে শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী। দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট থেকে ৬ নম্বর ফেরি ঘাট পর্যন্ত সড়কের এক পাশে দাড়িয়ে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে স্থানীয় বাসিন্দারা “এক দফা এক দাবী, নদী শাসন কবে হবি” এই শ্লোগানে মুখরিত করে তুলেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিলও করেন।

ফেরি ঘাট এলাকার বাসিন্দারা জানান, ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। ভাঙনে ফেরি ঘাট এলাকার কয়েকশ পরিবার ভিটে-মাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃশ্ব হয়েছেন। ভাঙন প্রতিরোধে এলাকার বাসিন্দারা বহু বছর ধরে নদী শাসনের দাবী জানিয়ে আসছে। ২০১৯ সালে দৌলতদিয়ার দুটি ফেরি ঘাট বিলীন হয়ে যায়। ভাঙন ঝুঁকিতে রয়েছে কয়েকশ পরিবার, মসজিদ, মাদ্রাসা, বাজার, লঞ্চ ও ফেরিঘাট। ভাঙন প্রতিরোধে বাহির চর দৌলতদিয়া থেকে পশ্চিমে দেবগ্রাম ইউনিয়নের অন্তত ৬ কিলোমিটার পর্যন্ত নদী শাসন করার কথা। এখন পর্যন্ত কাজ শুরু না হওয়ায় এলাকাবাসী শঙ্কিত আদৌ কাজ হবে কি না?

গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকায় হঠাৎ ভাঙনে প্রায় ৫০মিটার এলাকা বিলীন হয়ে যায়। গত দুই দিনে ভাঙনে আরো প্রায় ৫০ মিটার সহ ১০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। ৫ নম্বর ফেরি ঘাটের নিচু স্তর, মধ্যম স্তর এবং উচ্চু স্তরের সংযোগ সড়ক বিচ্ছিন্ন হওয়ায় মঙ্গলবার বিকেল থেকে ৫ নম্বর ঘাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ভাঙন প্রতিরোধে ওই এলাকায় বিআইডব্লিউটিএ জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলছে।

বালুভর্তি জিওব্যাগ ফেলা নিয়েও এলাকাবাসীর অভিযোগ রয়েছে। দৌলতদিয়া নৌযান শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, জিওব্যাগে মোটা বালু দেওয়ার কথা। মোটা বালি না দিয়ে ভরাট মাটি দেওয়া হচ্ছে। ভরাট মাটির কারনে ওই বস্তার মাটি গলে খালি হয়ে গেছে। এছাড়া প্রতিটি বস্তায় পরিমানে কম দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

‘নদী ভাঙনের কবল থেকে দৌলতদিয়া বাসী বাঁচতে চায়’ শিরোনামে নদী শাসনের দাবীতে পদ্মা পাড়ের সর্বস্তরের জনগন ব্যানারে শুক্রবার বেলা সড়ে তিনটায় ফেরি ঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচি করে। আওয়ামী মটর চালক লীগ সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, স্থানীয় নদী ভাঙনের শিকার আতিয়ার রহমান প্রমূখ।

বক্তারা বলেন, আমি কিছুই চাই না, শুধু মাত্র নদী শাসন চাই। নদী শাসন না করলে দৌলতদিয়া ঘাট থাকবেনা। সর্বহারা হয়ে পড়বে শত শত পরিবার। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন, আমরা নদী শাসন হচ্ছে, নদী শাসন হচ্ছে এই কথা আর শুনতে চাইনা, বাস্তবায়ন চাই। দ্রুত নদী শাসনের কাজ শুরু না হলে আগামীতে এই ঘাট বন্ধ করে দিয়ে হলেও আন্দোলন চালিয়ে যাবেন।

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ফেরি ঘাট রক্ষায় আমাদের পাশাপাশি পানি উন্নয়ন বোডও কাজ করছে। এখন ফেরি ঘাট রক্ষায় জরুরি কাজ চলছে। ফেরিঘাট আধুনিকায়ন সংক্রান্ত কাজ হওয়ার কথা। নতুন করে গত ৬ সেপ্টেম্বর ৫নম্বর ফেরি ঘাট ভাঙনে বন্ধ রয়েছে। তীব্র স্রোতে ভাঙনে ফেরি ঘাটের সংযোগ সড়ক ধ্বসে যাওয়ায় আপাতত ঘাটটি চালু করার পরিস্থিতি নেই।