
মাহবুব পিয়াল, ফরিদপুরঃ বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশনএক্টিভিটি প্রকল্পের আওতায় এসডিসি ফরিদপুরের আয়োজনে আয়োজনে স্টেক হোল্ডারস লিংকেজ মিটিং বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোয়ালচামট এসডিসির প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম আসজাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারী কর্মকর্তা ডা. মনমথ কুমার সাহা, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, এসডিসি’র সহকারি পরিচালক (সার্বিক) ও প্রোগ্রাম ম্যানেজার ইকরাম হোসেন, বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি, খামার মালিক এবং সাংবাদিকবৃন্দ।
সভায় আধুনিক পদ্ধতিতে গবাদি পশুর খামার ব্যবস্থাপনা, উদ্যেক্তা তৈরিএবং আর্থিক খাতে খামারিদেও অভিগম্যতা নিয়ে আলোচনা হয়। আলোচনায় জানা যায় দেশের ৮ টি জেলায় (ফরিদপুর, রাজবাড়ি, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সাতক্ষিরা, মেহেরপুর, কক্সবাজার এবং বান্দরবন) ৩০টি শাখার মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। এই প্রকল্পটি ইউএসএইডএর আর্থিক সহযোগিতায় এবং এসিডিআই / ভোকা এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়ন করবে সোসাইটি ডেভেলপমেসন্ট কমিটি (এসডিসি)।