১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন

কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বুশরা সাইয়েদা এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত দুই আসামী হল রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩২) এবং একই গ্রামের রহিম শেখের ছেলে নীল চাঁদ (৩০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর দুপরে রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বাড়ির পাশে মাঠের মধ্যে ছাগলের ঘাস খাওয়াতে যায়। এসময় খলিল এবং নীল চাঁদ শিশুটিকে জোর করে ধরে নিয়ে যায়। এরপর পাশের একটি কলাবাগনে নিয়ে শিশুটিকে খলিল ও নীল চাঁদ মিলে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে খলিল ও নীল চাঁদ পালিয়ে যায়। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে পরের দিন ৭ নভেম্বর রাজবাড়ী সদর থানায় খলিল ও নীল চাঁদকে আসামী করে মামলা করে।

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌশুলী এ্যাড. শেখ সাইফুল হক বলেন, মামলার দীর্ঘ শুনানী ও আইনী প্রক্রিয়া শেষে আদালত এজাহারে উল্লেখিত দুই আসামীকেই যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। এই আদেশে এজাহারকারী পক্ষ খুশি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন

পোস্ট হয়েছেঃ ১১:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বুশরা সাইয়েদা এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত দুই আসামী হল রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩২) এবং একই গ্রামের রহিম শেখের ছেলে নীল চাঁদ (৩০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর দুপরে রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বাড়ির পাশে মাঠের মধ্যে ছাগলের ঘাস খাওয়াতে যায়। এসময় খলিল এবং নীল চাঁদ শিশুটিকে জোর করে ধরে নিয়ে যায়। এরপর পাশের একটি কলাবাগনে নিয়ে শিশুটিকে খলিল ও নীল চাঁদ মিলে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে খলিল ও নীল চাঁদ পালিয়ে যায়। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে পরের দিন ৭ নভেম্বর রাজবাড়ী সদর থানায় খলিল ও নীল চাঁদকে আসামী করে মামলা করে।

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌশুলী এ্যাড. শেখ সাইফুল হক বলেন, মামলার দীর্ঘ শুনানী ও আইনী প্রক্রিয়া শেষে আদালত এজাহারে উল্লেখিত দুই আসামীকেই যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। এই আদেশে এজাহারকারী পক্ষ খুশি।