
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ দেশের সর্ববৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির পূর্বপাড়া যৌনপল্লির মেয়ে শিশুদের নিরাপদ বসবাস নিশ্চিত করনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতদিয়ায় যৌনকর্মীদের নিয়ে গঠিত সংগঠন মুক্তি মহিলা সমিতি আয়োজিত তাদের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতির আয়োজনে আলো প্রোগ্রামের আওতায় প্রকল্প সমন্বয়ক আখি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। দৌলতদিয়ার পূর্বপাড়া যৌনপল্লির মেয়ে শিশুদের নিরাপদ বসবাস নিশ্চিত করার লক্ষ্যে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে মেয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করনে কার কি ভূমিকা সে বিষয়ে আলোকপাত করেন গোয়ালন্দ উপজেলার সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, স্থানীয় ইউপির সংরক্ষিত নারী সদস্য চম্পা বেগম, সদস্য আবুল কাসেম খান, মুক্তি মহিলা সমিতির প্রকল্প পরিচালক আতাউর রহমান মুঞ্জু, গোযালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সাধারণ সম্পাদক শফিক শামীম প্রমূখ।