June 11, 2023, 2:46 am
শিরোনামঃ
খানখানাপুরে ডিবির অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার গোয়ালন্দে ২৭ কেজির বিপন্ন বাগাড় বিক্রি হলো সাড়ে ৪১ হাজার টাকায় রাজবাড়ীতে রাস্তায় পড়ে থাকা লোকটিকে হাসাপাতালে নিলো পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ মহাসড়ক থেকে পুলিশের পোশাকসহ গ্রেপ্তার ৫ রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন বৃষ্টির জন্য রাজবাড়ীর ভান্ডারিয়া মাদ্রাসায় বিশেষ নামাজ আদায় যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেল গৃহবধু, দুই বন্ধু গ্রেপ্তার গোয়ালন্দে ধর্ষক পিতাকে গ্রামবাসীর সহায়তায় পুলিশে দিল কিশোরী গোয়ালন্দে যুবদলের ৪টি ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

গোয়ালন্দে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৪, ২০২২
  • 3320 Time View
শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৯) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন তরুণকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ বাজার আড়তপট্রি এলাকার সজল বেপারী ওরফে শরিফ বেপারী (২৮), গোয়ালন্দ বাজার ঘোষপট্রি এলাকার মিঠু শেখ (৩৮) ও উত্তর উজানচর নতুন পাড়ার আলামিন শেখ (২৮)। ঘটনার সাথে জড়িত আরো তিনজনকে খুঁজছে পুলিশ। তার আগে মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে চারজনকে চিহিৃত এবং অজ্ঞাত দুইজনকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

থানা পুলিশ জানায়, গত শনিবার (২০ আগষ্ট) রাতে কিশোরীর দিন মজুর পরিবারের সবাই খাবার খেয়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। মধ্যরাত ১টার দিকে প্রকৃতির ডাকে কিশোরীর বাবা ঘুম থেকে উঠে দেখেন তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে ঘরে নেই। তখন তিনি সহ আরেক ভাই মিলে খুঁজতে বের হন। রাত দুইটার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূর গোয়ালন্দ বাজার হতে দৌলতদিয়া ঘাটগামী রেললাইনের ব্রীজের পশ্চিমে পাটকাঠির সারি থেকে কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেন। এসময় সেখানে মেয়েকে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মেয়ের বাবা ও চাচা হাতেনাতে শরিফ বেপারী ও মিঠু শেখকে ধরে ফেলে। হাত-পা ধরে ক্ষমা চায়লে কিশোরীর বাবা লোক লজ্জার ভয়ে ছেড়ে দেন। পরদিন রোববার মেয়ের চিকিৎসা করাতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসকরা বিষয়টি জানার পর তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়দের পরামর্শে মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যান। ইউএনও তাৎক্ষনিক গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবগত করেন। ওসির পরামর্শে রাতে কিশোরীর বাবা বাদী হয়ে চিহিৃত চারজন এবং অজ্ঞাত দুইজনকে আসামী করে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আলামিনের পরিবারের দাবী, সে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ফরহাদ নামের স্থানীয় এক তরুণ তাকে ফোন করে ডেকে নেয়। ফরহাদ সহ অন্যরা তাকে ফাসিয়েছে। ধর্ষনের সাথে জড়িত নয় বলে থানা হেফাজতে আলামিন দাবী করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মামলার পর রাতেই পৌর জামতলা এলাকা থেকে শরিফ বেপারী ও আলামিনকে এবং গোয়ালন্দ রেলষ্টেশন এলাকা থেকে মিঠু শেখকে গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতে ডাক্তারী পরিক্ষা শেষে বুধবার দুপুরে জবানবন্দি নিতে কিশোরীকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102