১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে চলন্ত ফেরি থেকে চার জুয়াড়ি গ্রেপ্তার, টাকা ও তাস জব্দ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলাচলরত একটি বড় ফেরিতে জুয়া খেলার সময় হাতেনাতে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি খানজাহান আলীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

গ্রেপ্তারকৃতর হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মোহাম্মদ হোসেন এর ছেলে সাগর হোসেন (৩৮), একই এলাকার সলিম শেখ এর ছেলে আব্দুর রহমান শেখ (৩৩), বাহির চর দৌলতদিয়ার কালু বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৫) ও তাহের কাজী পাড়ার উম্বার কাজীর ছেলে মকবুল কাজী (২৮)।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ওসি) মো. সিরাজুল কবির জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি খানজাহান আলীতে জুয়াড়িরা জুয়ার আসর বসিয়েছে। এ সময় কোন কোন যাত্রীর কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাঁর (ওসি) নেতৃত্বে সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাটে অবস্থান নেয়। এসময় জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। একজন জুয়াড়ি ফেরি থেকে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। তবে হাতেনাতে অপর চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার দুই বান্ডিল তাস ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

ওসি সিরাজুল কবির আরো জানান, তাদেরকে রাতেই গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গ্রেপ্তারকৃত চার জুয়াড়িকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাতেই তাদেরকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে চলন্ত ফেরি থেকে চার জুয়াড়ি গ্রেপ্তার, টাকা ও তাস জব্দ

পোস্ট হয়েছেঃ ১০:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলাচলরত একটি বড় ফেরিতে জুয়া খেলার সময় হাতেনাতে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি খানজাহান আলীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

গ্রেপ্তারকৃতর হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মোহাম্মদ হোসেন এর ছেলে সাগর হোসেন (৩৮), একই এলাকার সলিম শেখ এর ছেলে আব্দুর রহমান শেখ (৩৩), বাহির চর দৌলতদিয়ার কালু বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৫) ও তাহের কাজী পাড়ার উম্বার কাজীর ছেলে মকবুল কাজী (২৮)।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ওসি) মো. সিরাজুল কবির জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি খানজাহান আলীতে জুয়াড়িরা জুয়ার আসর বসিয়েছে। এ সময় কোন কোন যাত্রীর কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাঁর (ওসি) নেতৃত্বে সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাটে অবস্থান নেয়। এসময় জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। একজন জুয়াড়ি ফেরি থেকে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। তবে হাতেনাতে অপর চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার দুই বান্ডিল তাস ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

ওসি সিরাজুল কবির আরো জানান, তাদেরকে রাতেই গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গ্রেপ্তারকৃত চার জুয়াড়িকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাতেই তাদেরকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।