
আবুল হোসেন, গোয়ালন্দঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ঐতিহাসিক পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আনন্দ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি চলে গভীররাত পযৃন্ত।
রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সাবেক সভাপতি গণেশ পাল, সাধারণ সম্পাদক শফীকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদকহেলাল মাহমুদ, শামীম শেখ, আক্তারুজ্জামান মৃধা, দৌলতদিয়া ঘাট রেলওয়ে ষ্টেশন মাষ্টার আব্দুল জলিল, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মতিন বেপারী, সহ-সভাপতি মো. আবুল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন শেখ, যুগ্ন-সাধারন সম্পাদক হাজী বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক হাবিব রেজা টুটুল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আমজাদ মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি বহিরাগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।