০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ যানবাহনের চাপ নেই, অপেক্ষায় থাকছে ফেরি

মঈন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের চিত্র অনেকটাই পাল্টে গেছে। সাধারণত এই নৌপথে ফেরি পারের জন্য দীর্ঘ লাইনে গাড়ির সারি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও এখন যানবাহনের চাপ নেই বললেই চলে। বরং বলা চলে গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরি।

সরেজমিন দেখা গেছে, শনিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রো রো (বড়) ফেরি এবং ৬ নম্বর ঘাটে ইউটিলিটি (ছোট)হাসনা হেনা নামক ফেরি গাড়ির জন্য প্রায় ১ ঘন্টা ধরে অপেক্ষা করতে দেখা গেছে। ঘাটে কোনো পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস নদী পারের অপেক্ষায় নেই। হঠাৎ দুই-একটি প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, ট্রাক ও যাত্রীবাহী পরিবহন এসে সাথে সাথেই ফেরিতে উঠে যাচ্ছে। তাছাড়া মহাসড়কও রয়েছে যানবাহন শূন্য।

ঘাট সংশ্লিষ্টরা জানান, বিগত কয়েদিন থেকে ঘাটে যানবাহনের অনেকটাই কমে গেছে। এদিকে ঘাটে যানবাহনের সিরিয়াল কমাতে গোয়ালন্দ মোড়ে থেকে প্যণবাহী গাড়ি আটকে রাখা হলেও সেখানেও কয়েকিদিন ধরে ছিল অনেকটাই ফাঁকা। হঠাৎ করে গাড়ি সংখ্যা এত কমে যাওয়ার কারণ সঠিক বলতে না পারলেও স্থানীয়দের ধারণা, কয়েক দিনের তুলনায় পণ্যবাহী গাড়ির চাপ কমে গেছে। সেই সাথে বাংলা বাজার-শিমুলিয়া নৌপথেও কিছু সংখ্যক গাড়ি পার হওয়ায় এই ঘাট দুটিতে চাপ কমে যাচ্ছে। এছাড়া সপ্তাহের সাধারণত বৃহস্পতিবার রাত থেকে রোববার পর্যন্ত পণ্যবাহী গাড়ি সংখ্যা কম আসে।

গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের চালক হাসান বলেন, কখনো কল্পনাও করতে পারিনি ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পারবো। সাধারণত দৌলতদিয়া ফেরি ঘাটের এই চিত্র দেখা যায় না। ঘাটের চিত্র দেখে আজ ভালো লাগছে। বাসের যাত্রীরাও খুশি যে ভোগান্তি ছাড়া নদী পার হতে পারছে।

যশোর থেকে ধান বোঝাই করে নারায়নগঞ্জগামী ট্রাক চালক কাউয়ুম শেখ দৌলতদিয়া ঘাটে এসে বলেন, ভেবেছিলাম সাধারণ পণ্যবাহী গাড়ি নিয়ে ঘাটে আসলে ১-২ দিন অপেক্ষা করতে হবে।কিন্তু ঘাটে এসে চিত্র দেখছি ভিন্নরকম। বিগত দিনে ফেরির জন্য ঘাটে অপেক্ষা করতে হলেও আজ গাড়ির জন্য ফেরির অপেক্ষা করতে দেখছি। ফেরিতে উঠতে ঘাটে কোন দালালও আজ সমস্যা করেনি। সঠিক টাকা দিয়েই ফেরি টিকেট কাটতে পেরেছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। আজ কয়েকদিন হলো ঘাটে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। বর্তমানে মাঝে মধ্যে ফেরিগুলোকে গাড়ির জন্য ঘাটে কিছুক্ষন অপেক্ষা করতে হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ যানবাহনের চাপ নেই, অপেক্ষায় থাকছে ফেরি

পোস্ট হয়েছেঃ ১১:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

মঈন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের চিত্র অনেকটাই পাল্টে গেছে। সাধারণত এই নৌপথে ফেরি পারের জন্য দীর্ঘ লাইনে গাড়ির সারি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও এখন যানবাহনের চাপ নেই বললেই চলে। বরং বলা চলে গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরি।

সরেজমিন দেখা গেছে, শনিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রো রো (বড়) ফেরি এবং ৬ নম্বর ঘাটে ইউটিলিটি (ছোট)হাসনা হেনা নামক ফেরি গাড়ির জন্য প্রায় ১ ঘন্টা ধরে অপেক্ষা করতে দেখা গেছে। ঘাটে কোনো পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস নদী পারের অপেক্ষায় নেই। হঠাৎ দুই-একটি প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, ট্রাক ও যাত্রীবাহী পরিবহন এসে সাথে সাথেই ফেরিতে উঠে যাচ্ছে। তাছাড়া মহাসড়কও রয়েছে যানবাহন শূন্য।

ঘাট সংশ্লিষ্টরা জানান, বিগত কয়েদিন থেকে ঘাটে যানবাহনের অনেকটাই কমে গেছে। এদিকে ঘাটে যানবাহনের সিরিয়াল কমাতে গোয়ালন্দ মোড়ে থেকে প্যণবাহী গাড়ি আটকে রাখা হলেও সেখানেও কয়েকিদিন ধরে ছিল অনেকটাই ফাঁকা। হঠাৎ করে গাড়ি সংখ্যা এত কমে যাওয়ার কারণ সঠিক বলতে না পারলেও স্থানীয়দের ধারণা, কয়েক দিনের তুলনায় পণ্যবাহী গাড়ির চাপ কমে গেছে। সেই সাথে বাংলা বাজার-শিমুলিয়া নৌপথেও কিছু সংখ্যক গাড়ি পার হওয়ায় এই ঘাট দুটিতে চাপ কমে যাচ্ছে। এছাড়া সপ্তাহের সাধারণত বৃহস্পতিবার রাত থেকে রোববার পর্যন্ত পণ্যবাহী গাড়ি সংখ্যা কম আসে।

গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের চালক হাসান বলেন, কখনো কল্পনাও করতে পারিনি ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পারবো। সাধারণত দৌলতদিয়া ফেরি ঘাটের এই চিত্র দেখা যায় না। ঘাটের চিত্র দেখে আজ ভালো লাগছে। বাসের যাত্রীরাও খুশি যে ভোগান্তি ছাড়া নদী পার হতে পারছে।

যশোর থেকে ধান বোঝাই করে নারায়নগঞ্জগামী ট্রাক চালক কাউয়ুম শেখ দৌলতদিয়া ঘাটে এসে বলেন, ভেবেছিলাম সাধারণ পণ্যবাহী গাড়ি নিয়ে ঘাটে আসলে ১-২ দিন অপেক্ষা করতে হবে।কিন্তু ঘাটে এসে চিত্র দেখছি ভিন্নরকম। বিগত দিনে ফেরির জন্য ঘাটে অপেক্ষা করতে হলেও আজ গাড়ির জন্য ফেরির অপেক্ষা করতে দেখছি। ফেরিতে উঠতে ঘাটে কোন দালালও আজ সমস্যা করেনি। সঠিক টাকা দিয়েই ফেরি টিকেট কাটতে পেরেছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। আজ কয়েকদিন হলো ঘাটে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। বর্তমানে মাঝে মধ্যে ফেরিগুলোকে গাড়ির জন্য ঘাটে কিছুক্ষন অপেক্ষা করতে হচ্ছে।