০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ঘের ও ঘর ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও তার স্বামী সাবেক ভাইস চেয়ারম্যান কাইয়ুম মোল্লার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মাছের ঘের ও ঘর ভাঙচুর এবং হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।সরকারি খাস জমি হাতিয়ে নেয়ার সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে সম্মেলনে দাবী করা হয়।

তবে সমস্ত অভিযোগ ভূয়া, ভিত্তিহীন, অসত্য ও মানহানিকর। দাবীকৃত পাঁচ লাখ টাকা না দেওয়ায় সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করছে বলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দাবী করেন।

বুধবার (২৫ মে) গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেইলি অবজারভার ও খোলা কাগজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম। এ সময় তার ছোট ভাই সময়ের কাগজ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সহিদুল ইসলাম এবং লিয়াকত আলী নামের অপর এক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

বক্তব্যে বলা হয়, গোয়ালন্দ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাইয়ুম মোল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় তার ছেলে পিয়াস মাহমুদকে ভূমিহীন কৃষক সাজিয়ে ২০১০ সালের ৩১ আগষ্ট গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়ার ৪৭ নম্বর মৌজার বিএস ১ ক্ষতিয়ানের  ৫৭ শতাংশ জমি বন্দোবস্ত নেন। অথচ সেখানে কয়েকটি ভূমিহীন পরিবার প্রায় ৫০ বছর ধরে বসবাস করছেন। তাদেরকে বিভিন্ন সময় সেখান থেকে উচ্ছেদের জন্য হুমকি দেওয়া হয়। গত ২২ মে এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে দক্ষিণ দৌলতদিয়া তোরাপ শেখের পাড়ায় তাদের মাছের ঘের ও ঘর ভাঙচুর করে ভাইস চেয়ারম্যানের লোকজন।

অভিযোগে আরো বলা হয়, তাদের জমির পাশেই মহিলা ভাইস চেয়ারম্যানের ভাইয়ের নামে আরেকটি জমি বন্দোবস্ত নেওয়া হয়েছে। যদিও তার ভাই সফিকুল ইসলাম ও তার স্ত্রী বৃষ্টি বেগম দীর্ঘদিন ধরে পাবনায় বসবাস করেন এবং তারা স্বচ্ছল। কিন্ত কৌশলে তাদেরকে দক্ষিণ দৌলতদিয়ার বাসিন্দা দেখিয়ে একই মৌজার ১/১৪নম্বর দাগ হতে আরও ৬৮ শতাংশ জমি লীজ নিয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান দম্পতি গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আড়ৎ পট্রি এলাকায় বসবাস করলেও তাদের সন্তানকে দক্ষিন দৌলতদিয়ার বাসিন্দা দেখানো হয়েছে ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আয়োজকদের কাছে কার জমি দখল করেছে জানতে চাইলে সিরাজুল ইসলাম ও সহিদুল ইসলাম বলেন, আমাদের জমি ঠিক আছে। এখানে মূলত দীর্ঘদিন বসবাসকারী পরিবারের পরিবর্তে ভাইস চেয়ারম্যানের ছেলের নামে জমি বন্দোবস্ত দেওয়া নিয়ে সংবাদ প্রকাশ করায় তারা আমাদের মাছের ঘেরে থাকা ঘর ভাঙচুর করেন।

অভিযোগ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন বলেন, কয়েকদিন আগে তারাই অমাদের দীর্ঘদিনের মাছের ঘেরসহ জমিতে জোরপূর্বক টিনের ছাপড়া ঘর তুলেন। ওই ঘর নিজেরা ভেঙে আমাদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন। বরং তারা দুই ভাই আমাদের কাছে পাঁচ লাখ টাকা দাবী করেন।টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে ভাংচুর করে আমাদের দোষ দিচ্ছে। আমার ছেলে ও ভাইয়ের নামে নেয়া লিজও যথাযথ নিয়মের মধ্যেই নেয়া হয়েছে।

ইউএনও আজিজুল হক খান বলেন, সরকারি সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের যে নীতিমালা আছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই। এ ধরনের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

সংবাদ সম্মেলনে মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ঘের ও ঘর ভাঙচুরের অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও তার স্বামী সাবেক ভাইস চেয়ারম্যান কাইয়ুম মোল্লার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মাছের ঘের ও ঘর ভাঙচুর এবং হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।সরকারি খাস জমি হাতিয়ে নেয়ার সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে সম্মেলনে দাবী করা হয়।

তবে সমস্ত অভিযোগ ভূয়া, ভিত্তিহীন, অসত্য ও মানহানিকর। দাবীকৃত পাঁচ লাখ টাকা না দেওয়ায় সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করছে বলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দাবী করেন।

বুধবার (২৫ মে) গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেইলি অবজারভার ও খোলা কাগজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম। এ সময় তার ছোট ভাই সময়ের কাগজ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সহিদুল ইসলাম এবং লিয়াকত আলী নামের অপর এক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

বক্তব্যে বলা হয়, গোয়ালন্দ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাইয়ুম মোল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় তার ছেলে পিয়াস মাহমুদকে ভূমিহীন কৃষক সাজিয়ে ২০১০ সালের ৩১ আগষ্ট গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়ার ৪৭ নম্বর মৌজার বিএস ১ ক্ষতিয়ানের  ৫৭ শতাংশ জমি বন্দোবস্ত নেন। অথচ সেখানে কয়েকটি ভূমিহীন পরিবার প্রায় ৫০ বছর ধরে বসবাস করছেন। তাদেরকে বিভিন্ন সময় সেখান থেকে উচ্ছেদের জন্য হুমকি দেওয়া হয়। গত ২২ মে এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে দক্ষিণ দৌলতদিয়া তোরাপ শেখের পাড়ায় তাদের মাছের ঘের ও ঘর ভাঙচুর করে ভাইস চেয়ারম্যানের লোকজন।

অভিযোগে আরো বলা হয়, তাদের জমির পাশেই মহিলা ভাইস চেয়ারম্যানের ভাইয়ের নামে আরেকটি জমি বন্দোবস্ত নেওয়া হয়েছে। যদিও তার ভাই সফিকুল ইসলাম ও তার স্ত্রী বৃষ্টি বেগম দীর্ঘদিন ধরে পাবনায় বসবাস করেন এবং তারা স্বচ্ছল। কিন্ত কৌশলে তাদেরকে দক্ষিণ দৌলতদিয়ার বাসিন্দা দেখিয়ে একই মৌজার ১/১৪নম্বর দাগ হতে আরও ৬৮ শতাংশ জমি লীজ নিয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান দম্পতি গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আড়ৎ পট্রি এলাকায় বসবাস করলেও তাদের সন্তানকে দক্ষিন দৌলতদিয়ার বাসিন্দা দেখানো হয়েছে ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আয়োজকদের কাছে কার জমি দখল করেছে জানতে চাইলে সিরাজুল ইসলাম ও সহিদুল ইসলাম বলেন, আমাদের জমি ঠিক আছে। এখানে মূলত দীর্ঘদিন বসবাসকারী পরিবারের পরিবর্তে ভাইস চেয়ারম্যানের ছেলের নামে জমি বন্দোবস্ত দেওয়া নিয়ে সংবাদ প্রকাশ করায় তারা আমাদের মাছের ঘেরে থাকা ঘর ভাঙচুর করেন।

অভিযোগ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন বলেন, কয়েকদিন আগে তারাই অমাদের দীর্ঘদিনের মাছের ঘেরসহ জমিতে জোরপূর্বক টিনের ছাপড়া ঘর তুলেন। ওই ঘর নিজেরা ভেঙে আমাদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন। বরং তারা দুই ভাই আমাদের কাছে পাঁচ লাখ টাকা দাবী করেন।টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে ভাংচুর করে আমাদের দোষ দিচ্ছে। আমার ছেলে ও ভাইয়ের নামে নেয়া লিজও যথাযথ নিয়মের মধ্যেই নেয়া হয়েছে।

ইউএনও আজিজুল হক খান বলেন, সরকারি সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের যে নীতিমালা আছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই। এ ধরনের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।