০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মহাসড়ক উন্নয়নে গোয়ালন্দে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকায় মহাসড়ক প্রসস্থ্য করণ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গোয়ালন্দের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার জামতলা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত মহাসড়ক প্রসস্থ্য করে চারলেনে উন্নতি করণের কাজ চলছে। এই কাজ করতে গিয়ে মহাসড়কের পাশ দিয়ে স্থাপিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলার উদ্যোগ গ্রহণ করে রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সহ ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বুধবার (২৫ মে) বিকেলে গোয়ালন্দ পৌরসভার সহযোগিতায় আয়োজিত মতবিনমিয় সভার সভাপতিত্ব করেন জামতলা বাজার ব্যবসায়ী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হক বাবু। গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস প্রমূখ।

সভায় সওজর নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মহাসড়ক চারলেনে উন্নতি করণের কাজের ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে। সওজর জায়গা ছেড়ে সবাইকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অনুরোধ করেন। সড়কের পাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে যতটুকো প্রয়োজন ততটুকো জায়গা ব্যবহারের অনুমোতি দেয়া হবে বলে জানান।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, দেশের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না হয় সেদিকে সবাইকে নজর দিতে হবে। পাশাপাশি ব্যবসায়ীরাও যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকটাও সবাইকে খেয়াল রাখতে হবে। মহাসড়ক উন্নয়ন কাজে বাধাগ্রস্ত না করে সকলে সহযোগিতা করে পারষ্পরিক সর্ম্পক ঠিক রেখে ব্যবসা করার অনুরোধ জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

মহাসড়ক উন্নয়নে গোয়ালন্দে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

পোস্ট হয়েছেঃ ০৯:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকায় মহাসড়ক প্রসস্থ্য করণ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গোয়ালন্দের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার জামতলা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত মহাসড়ক প্রসস্থ্য করে চারলেনে উন্নতি করণের কাজ চলছে। এই কাজ করতে গিয়ে মহাসড়কের পাশ দিয়ে স্থাপিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলার উদ্যোগ গ্রহণ করে রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সহ ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বুধবার (২৫ মে) বিকেলে গোয়ালন্দ পৌরসভার সহযোগিতায় আয়োজিত মতবিনমিয় সভার সভাপতিত্ব করেন জামতলা বাজার ব্যবসায়ী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হক বাবু। গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস প্রমূখ।

সভায় সওজর নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মহাসড়ক চারলেনে উন্নতি করণের কাজের ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে। সওজর জায়গা ছেড়ে সবাইকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অনুরোধ করেন। সড়কের পাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে যতটুকো প্রয়োজন ততটুকো জায়গা ব্যবহারের অনুমোতি দেয়া হবে বলে জানান।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, দেশের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না হয় সেদিকে সবাইকে নজর দিতে হবে। পাশাপাশি ব্যবসায়ীরাও যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকটাও সবাইকে খেয়াল রাখতে হবে। মহাসড়ক উন্নয়ন কাজে বাধাগ্রস্ত না করে সকলে সহযোগিতা করে পারষ্পরিক সর্ম্পক ঠিক রেখে ব্যবসা করার অনুরোধ জানান।