June 8, 2023, 1:51 pm
শিরোনামঃ
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গোয়ালন্দের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে ড্রেজিংকৃত গভীরগর্তে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাংশায় হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ, এলাকাবাসীর ক্ষোভ গোয়ালন্দে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের অভিভাবক সমাবেশ গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগ, গোয়ালন্দে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

গোয়ালন্দে জুয়া খেলা অবস্থায় টাকা সহ ৬ জুয়াড়ি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১২, ২০২২
  • 97 Time View
শেয়ার করুনঃ

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাস সহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ইমানখার পাড়ার মৃত গিয়াসের ছেলে খালেক ওরফে বিপ্লব (৩২), আলম বেপারীর ছেলে ফারুক (৩২), সোবান শেখের ছেলে মিলন শেখ (২৫), দক্ষিন দৌলতদিয়া সৈদাল পাড়ার গনি সরদারের ছেলে সাইদুল সরদার (৪০), সোনাউল্লাহ ফকির পাড়ার মৃত খালেক মোল্লার ছেলে মিলন মোল্লা (৩৫), বগুড়ার শাহজাহানপুর থানার চুপিনগর এলাকার মৃত মোহাম্মদ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৭০)।

বুধবার (১১ মে) এক এজহার দায়েরের পর বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, বুধবার সকাল ৭ টার দিকে দৌলতদিয়া ঘাট সাইনবোর্ড এলাকার সরো মন্ডলের বোডিং এর ৬ নম্বর কক্ষ থেকে নগদ টাকা ও তাস সহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘাট এলাকায় ডিউটিরত ছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কতিপয় লোক টাকাদিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দৌলতদিয়া সাইনবোর্ড এলাকার সরো মন্ডলের বোডিং এর ৬ নম্বর কক্ষে অভিযান চালায়। সেখান থেকে ৬ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাস সহ গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরূদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু করে বুধবার দুপুরের পর রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102