June 8, 2023, 2:44 pm
শিরোনামঃ
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গোয়ালন্দের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে ড্রেজিংকৃত গভীরগর্তে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাংশায় হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ, এলাকাবাসীর ক্ষোভ গোয়ালন্দে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের অভিভাবক সমাবেশ গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগ, গোয়ালন্দে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ফেরিতে অতিরিক্ত টিকেট মূল্য দিতে বাধ্য করায় ছয় টিকেট বিক্রেতাকে জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৭, ২০২২
  • 105 Time View
শেয়ার করুনঃ

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় চলমান ৪টি ফেরি ঘাটে ফেরি পারাপার হতে সাধারন যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ইজারাদার কর্তৃপক্ষের টিকেট বিক্রেতারা ২৫ টাকার পরিবর্তে ৩০ টাকা টিকেট বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের সত্যতা পেয়ে ৬জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (৬ মে) দুপুরে ৫ নম্বর ঘাট সহ সব ফেরি ঘাটে রাজবাড়ী প্রলিশ সুপারের নির্দেশনায় সাদা পোশাকের পুলিশ বেশি মূল্যে টিকেট বিক্রির অপরাধে ৬ জনকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়। প্রতিদিন অতিরিক্ত বেশি টাকা আদায় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সুবহানা এন্টার প্রাইজ। এ ফেরি ঘাট গুলোতে সবসময় টিকিট মূল্যের বেশি দামে টিকেট বিক্রি অভিযোগ করে আসছিলো পারাপার হওয়া যাত্রীরা।তবে আটকের পরও বেশি অর্থ নেওয়া অভিযোগ করেন যাত্রীরা।

বার বার কতৃপক্ষকে হুশিয়ারী করা হলেও কোন ধরনের কর্ণপাত করেনা ইজারাদার কতৃপক্ষ। ফেরি ঘাটের যাত্রী পারাপারে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছ থেকে সুবহানা এন্টারপ্রাইজ ২৫ টাকা মূল্যে টিেিকট বিক্রির ইজারা পায়। প্রতিটি টিকেটের মূল্য ৫ টাকা বাড়িয়ে হাজার হাজার যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক প্রতিদিন মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন এই সুবহানা এন্টারপ্রাইজ ইজারাদার কতৃপক্ষ। বিষয়টি পুলিশ সুপারসহ ঘাটের দ্বায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানতে পেরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন। এরপর দুপুরে অভিযান চালিয়ে টিকেটের অতিরিক্ত মূল্য নেওয়ার কারনে ৬ জনকে আটক করা হয়।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জান সাংবাদিকদের বলেন, যাত্রীদের কাছ থেকে যদি অতিরিক্ত টিকেট মূল্য নেওয়ার প্রমান পাওয়া যায়, তাহলের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার বিকেলে সুবহানা এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের ৬ টিকেট বিক্রেতাকে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

বিআইডব্লিউটসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টিকেট মূল্যের বেশি টাকা নেওয়ার ব্যাপারে তিনি দ্রুত পাটুরিয়া ও দৌলতদিয়ায় ইজারাদার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102