০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার ইফতার ও পরিচিতি সভা

জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে গতকাল বুধবার (২৭ এপ্রিল) ইফতার মাহফিল ও বন্ধুসভার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন ব্র্যাক ব্যাংক ও ইসলামি ব্যাংকের তৃতীয় তলায় অবস্থিত প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি ও বন্ধুসভার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভা।

সভার শুরুতে বিদায়ী সভাপতি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক রমেশ কুমার আগর ওয়ালা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর বক্তৃতা প্রদান করেন সাবেক সাধারণ সম্পাদক শামছুল হক এবং প্রথম আলো দেশসেরা গোয়ালন্দ প্রতিনিধি এবং বন্ধুসভার প্রধান উপদেস্টা এম. রাশেদুল হক রায়হান।

অতপর বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম-সাধারণ সম্পাদক, আবৃত্তিকার, লেখক ও কলামিস্ট সাইদুল হাসান নতুন কমিটির নাম প্রকাশ করেন এবং কমিটির পরিচিতি সভা পরিচালনা করেন। তিনি বন্ধুসভার নব গঠিত কমিটির পরিচিতি সবার সামনে তুলে ধরেন।

এ বছর ২০২২ সালের গোয়ালন্দ বন্ধুসভার নতুন কমিটির সভাপতি হয়েছেন উজানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলি ও সাধারণ সম্পাদক হয়েছেন গোয়ালন্দ যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের পরিচালক মো. সামছুল হক।

অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিত হন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, ফরিদপুর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফকীর মো. নুরুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, বন্ধুসভার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, শাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া সহ বন্ধুসভার সাবেক ও নতুন সদস্যবৃন্দ।

এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক মন্ডলি, ছাত্রছাত্রী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে বন্ধুসভার বিদায়ী সভাপতি প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আলোচনা সভা এবং নবগঠিত কমিটির পরিচিতি সভা শেষে বন্ধুসভার ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালন্দ বাজার বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আবু সাইদ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার ইফতার ও পরিচিতি সভা

পোস্ট হয়েছেঃ ১১:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে গতকাল বুধবার (২৭ এপ্রিল) ইফতার মাহফিল ও বন্ধুসভার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন ব্র্যাক ব্যাংক ও ইসলামি ব্যাংকের তৃতীয় তলায় অবস্থিত প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি ও বন্ধুসভার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভা।

সভার শুরুতে বিদায়ী সভাপতি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক রমেশ কুমার আগর ওয়ালা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর বক্তৃতা প্রদান করেন সাবেক সাধারণ সম্পাদক শামছুল হক এবং প্রথম আলো দেশসেরা গোয়ালন্দ প্রতিনিধি এবং বন্ধুসভার প্রধান উপদেস্টা এম. রাশেদুল হক রায়হান।

অতপর বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম-সাধারণ সম্পাদক, আবৃত্তিকার, লেখক ও কলামিস্ট সাইদুল হাসান নতুন কমিটির নাম প্রকাশ করেন এবং কমিটির পরিচিতি সভা পরিচালনা করেন। তিনি বন্ধুসভার নব গঠিত কমিটির পরিচিতি সবার সামনে তুলে ধরেন।

এ বছর ২০২২ সালের গোয়ালন্দ বন্ধুসভার নতুন কমিটির সভাপতি হয়েছেন উজানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলি ও সাধারণ সম্পাদক হয়েছেন গোয়ালন্দ যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের পরিচালক মো. সামছুল হক।

অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিত হন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, ফরিদপুর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফকীর মো. নুরুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, বন্ধুসভার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, শাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া সহ বন্ধুসভার সাবেক ও নতুন সদস্যবৃন্দ।

এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক মন্ডলি, ছাত্রছাত্রী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে বন্ধুসভার বিদায়ী সভাপতি প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আলোচনা সভা এবং নবগঠিত কমিটির পরিচিতি সভা শেষে বন্ধুসভার ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালন্দ বাজার বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আবু সাইদ।