০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কলেজ ছাত্রী অপহরণের দুই সপ্তাহ পর আশুলিয়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে কলেজ ছাত্রী অপহরণের দুই সপ্তাহ পর সাভারের আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। সেই সাথে অপহরণ চকের মূল হোতা মো. আশিক শেখকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। আশিক উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রমের মো. মোস্তফা শেখ এর ছেলে।

কলেজ ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউপির চর বরাট এলাকার আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রীকে (১৮) দীর্ঘদিন ধরে একই এলাকার মোস্তফা শেখ এর ছেলে আশিক শেখ প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আশিক আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২২ মার্চ সকাল পৌনে ৯টার দিকে কলেজ ছাত্রী বাড়ি থেকে বের হয়ে ছোটভাকলা ইউপির মোল্লাপাড়া গ্রামের কবরস্থানের সামনে পৌছলে গ্রেপ্তারকৃত আশিক শেখ সহ একই গ্রামের গেদু শেখ এর ছেলে আলতাফ শেখ (৪০) ও মজিদ শেখ এর ছেলে শামীম শেখ (৩৫) অবস্থান করছিল। তারা কলেজ ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। কলেজ ছাত্রী বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। অবশেষে তারা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন আশিক ও তার লোকজন মিলে তাদেরকে মেয়ে অপহরণ করেছে।

পরবর্তীতে উপায় না পেয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) গোয়ালন্  ঘাট থানায় আশিক শেখ, আলতাফ শেখ ও শামীম শেখকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেন। ওই দিন রাতেই অভিযোগটি মামলা হিসেবে রুজু করে পুলিশ কলেজ ছাত্রী উদ্ধারে মাঠে নামেন। প্রযুক্তিগত সহায়তায় তারা আশুলিয়ায় অবস্থান করছে মর্মে নিশ্চিত হন। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালায়। পরে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে আশুলিয়া এলাকার একটি বাড়ি থেকে আশিককে গ্রেপ্তার করে। একই সাথে তার হেফাজত থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, কলেজ ছাত্রীর বাবার অভিযোগটি বৃহস্পতিবার রাতে মামলাটি রুজু করে পুলিশ অভিযান চালায়। পরে কলেজ ছাত্রীকে উদ্ধার ও চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় হাজির হয়। কলেজ ছাত্রীর শারীরিক পরীক্ষা নীরিক্ষার জন্য শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাথে গ্রেপ্তারকৃত আশিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

কলেজ ছাত্রী অপহরণের দুই সপ্তাহ পর আশুলিয়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

পোস্ট হয়েছেঃ ১০:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে কলেজ ছাত্রী অপহরণের দুই সপ্তাহ পর সাভারের আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। সেই সাথে অপহরণ চকের মূল হোতা মো. আশিক শেখকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। আশিক উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রমের মো. মোস্তফা শেখ এর ছেলে।

কলেজ ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউপির চর বরাট এলাকার আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রীকে (১৮) দীর্ঘদিন ধরে একই এলাকার মোস্তফা শেখ এর ছেলে আশিক শেখ প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আশিক আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২২ মার্চ সকাল পৌনে ৯টার দিকে কলেজ ছাত্রী বাড়ি থেকে বের হয়ে ছোটভাকলা ইউপির মোল্লাপাড়া গ্রামের কবরস্থানের সামনে পৌছলে গ্রেপ্তারকৃত আশিক শেখ সহ একই গ্রামের গেদু শেখ এর ছেলে আলতাফ শেখ (৪০) ও মজিদ শেখ এর ছেলে শামীম শেখ (৩৫) অবস্থান করছিল। তারা কলেজ ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। কলেজ ছাত্রী বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। অবশেষে তারা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন আশিক ও তার লোকজন মিলে তাদেরকে মেয়ে অপহরণ করেছে।

পরবর্তীতে উপায় না পেয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) গোয়ালন্  ঘাট থানায় আশিক শেখ, আলতাফ শেখ ও শামীম শেখকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেন। ওই দিন রাতেই অভিযোগটি মামলা হিসেবে রুজু করে পুলিশ কলেজ ছাত্রী উদ্ধারে মাঠে নামেন। প্রযুক্তিগত সহায়তায় তারা আশুলিয়ায় অবস্থান করছে মর্মে নিশ্চিত হন। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালায়। পরে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে আশুলিয়া এলাকার একটি বাড়ি থেকে আশিককে গ্রেপ্তার করে। একই সাথে তার হেফাজত থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, কলেজ ছাত্রীর বাবার অভিযোগটি বৃহস্পতিবার রাতে মামলাটি রুজু করে পুলিশ অভিযান চালায়। পরে কলেজ ছাত্রীকে উদ্ধার ও চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় হাজির হয়। কলেজ ছাত্রীর শারীরিক পরীক্ষা নীরিক্ষার জন্য শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাথে গ্রেপ্তারকৃত আশিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।