০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে নদী ভাঙ্গা পরিবারের মাঝে আর্থিক চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে ২০২০-২০২১ সালে নদী ভাঙনের কবলে পড়ে সর্বশ্ব হারানো অসহায় ১৯২টি পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে নদী ভাঙন কবলিত এলাকার জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতিরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলার এলজিইডি প্রকৌশলী মো. বজলুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সাঈদ মন্ডল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপকারভোগী দৌলতদিয়া ইউপির আকাতর হোসেন প্রমূখ।

সভায় জানানো হয়, ২০২০-২০২১ অর্থ বছরে গোয়ালন্দ উপজেলায় নদী ভাঙনের শিকার মোট ৭১৬টি পরিবারের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। ওই তালিকা অনুসারে মোট ১৯২ জন ক্ষতিগ্রস্তের বরাদ্দ আসে। এরমধ্যে দৌলতদিয়া ইউনিয়নের ১২২ জন এবং দেবগ্রাম ইউপির ৭০ জন ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ আসে। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৯৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে নদী ভাঙ্গা পরিবারের মাঝে আর্থিক চেক প্রদান

পোস্ট হয়েছেঃ ১০:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে ২০২০-২০২১ সালে নদী ভাঙনের কবলে পড়ে সর্বশ্ব হারানো অসহায় ১৯২টি পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে নদী ভাঙন কবলিত এলাকার জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতিরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলার এলজিইডি প্রকৌশলী মো. বজলুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সাঈদ মন্ডল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপকারভোগী দৌলতদিয়া ইউপির আকাতর হোসেন প্রমূখ।

সভায় জানানো হয়, ২০২০-২০২১ অর্থ বছরে গোয়ালন্দ উপজেলায় নদী ভাঙনের শিকার মোট ৭১৬টি পরিবারের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। ওই তালিকা অনুসারে মোট ১৯২ জন ক্ষতিগ্রস্তের বরাদ্দ আসে। এরমধ্যে দৌলতদিয়া ইউনিয়নের ১২২ জন এবং দেবগ্রাম ইউপির ৭০ জন ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ আসে। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৯৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।