১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে এসআই পরিচয়ে মোবাইলফোনে প্রেম, বিয়ে, অত:পর গণধোলাই শেষে পুলিশে

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ মোবাইল ফোনে পরিচয়ে কথা চলে দুই মাস। এরপর পুলিশের এস.আই (সাব-ইন্সপেক্টর) পরিচয় দিয়ে এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে শ্বশুরবাড়ীতে যাতায়াত কালে লোকজনের  সন্দেহ হলে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

গত-বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়েলগাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই প্রতারকের নাম উৎপল মন্ডল (৪০)। সে গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার দিস্তাই গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে।

প্রতারনার শিকার ওই কলেজ ছাত্রীর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, ফরিদপুর সারদা সুন্দরী কলেজের ছাত্রীর সাথে মোবাইলে পরিচয় হয় প্রতারক উৎপল মন্ডলের। সে নিজেকে কিশোরগঞ্জ এসপি  অফিসের অধীনে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয় দেন এবং আইডি কার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে অবিবাহিত হিসেবে প্রেমে জড়িয়ে ফরিদপুর কোর্টে দুই মাস আগে এভিডেভিটের মাধ্যমে বিয়ে করেন।

পরে ওই ছাত্রী তার পরিবারের নিকট বিষয়টি খুলে বলেন, গত বৃহস্পতিবার রাতে সে শ্বশুর বাড়িতে আসার পর পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ভূয়া পরিচয়ের কথা স্বীকার করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় তাকে থানায় সোপর্দ করা হয়েছে। সে আগেও ফরিদপুর জেলার বোয়ালমারীতে বিয়ে করেছেন বলে অভিযোগ আছে।

এ বিষয়ে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, পুলিশ পরিচয়ে প্রতারনাকারীকে স্থানীয় লোকজন ধরে আমাকে খবর দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, প্রতারনার শিকার পরিবারের লোকজন তাকে আটক করে থানায় সোপর্দ করেছে। অভিযোগ দায়ের করার পর মামলা দায়ের করা  হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

বালিয়াকান্দিতে এসআই পরিচয়ে মোবাইলফোনে প্রেম, বিয়ে, অত:পর গণধোলাই শেষে পুলিশে

পোস্ট হয়েছেঃ ০৬:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ মোবাইল ফোনে পরিচয়ে কথা চলে দুই মাস। এরপর পুলিশের এস.আই (সাব-ইন্সপেক্টর) পরিচয় দিয়ে এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে শ্বশুরবাড়ীতে যাতায়াত কালে লোকজনের  সন্দেহ হলে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

গত-বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়েলগাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই প্রতারকের নাম উৎপল মন্ডল (৪০)। সে গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার দিস্তাই গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে।

প্রতারনার শিকার ওই কলেজ ছাত্রীর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, ফরিদপুর সারদা সুন্দরী কলেজের ছাত্রীর সাথে মোবাইলে পরিচয় হয় প্রতারক উৎপল মন্ডলের। সে নিজেকে কিশোরগঞ্জ এসপি  অফিসের অধীনে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয় দেন এবং আইডি কার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে অবিবাহিত হিসেবে প্রেমে জড়িয়ে ফরিদপুর কোর্টে দুই মাস আগে এভিডেভিটের মাধ্যমে বিয়ে করেন।

পরে ওই ছাত্রী তার পরিবারের নিকট বিষয়টি খুলে বলেন, গত বৃহস্পতিবার রাতে সে শ্বশুর বাড়িতে আসার পর পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ভূয়া পরিচয়ের কথা স্বীকার করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় তাকে থানায় সোপর্দ করা হয়েছে। সে আগেও ফরিদপুর জেলার বোয়ালমারীতে বিয়ে করেছেন বলে অভিযোগ আছে।

এ বিষয়ে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, পুলিশ পরিচয়ে প্রতারনাকারীকে স্থানীয় লোকজন ধরে আমাকে খবর দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, প্রতারনার শিকার পরিবারের লোকজন তাকে আটক করে থানায় সোপর্দ করেছে। অভিযোগ দায়ের করার পর মামলা দায়ের করা  হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।