নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুরের সিনিয়র সাংবাদিক ও মানবাধীকার কর্মী মাহ্বুব হোসেন পিয়াল এর পিতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম শহরের কমলাপুর তেঁতুলতলা খাজা মঞ্জিল নিবাসী মরহুম মো. শামসুদ্দিন আহমেদ সামু’র ৩১ তম মৃত্যুবার্ষিকী ১৮ মার্চ শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে শুক্রবার বাদ জুম্মা কমলাপুর ময়েজ মঞ্জিল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়। এছাড়া দুপুরে ফরিদপুর শহরের ফুটপাতে থাকা মানসিক ভারসাম্যহীন ও অসহায়দের মধ্যে খাবার বিতরন করা হয়।