March 25, 2023, 4:33 am
শিরোনামঃ
গোয়ালন্দে শ্রমিকদের মাঝে মোস্তফা মেটালের ইফতার সামগ্রী উপহার গোয়ালন্দে অটোরিক্সায় বহনকালে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী রানার আপ হওয়ায় সংবর্ধনা পাংশায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু গোয়ালন্দে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাশরাফি ফ্যান্স ক্লাব গোয়ালন্দে যক্ষা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত রাজবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরন অনুষ্ঠিত রাজবাড়ীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন গোয়ালন্দে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নবগঠিত কমিটির পরিচিত সভা

গোয়ালন্দে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১২, ২০২২
  • 315 Time View
শেয়ার করুনঃ

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলায় অচেনা পথে দল ২-০ সেটে দলছুট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দল অচেনা পথের খেলোয়াড় রাজিব কান ও সাগর শেখ এবং রানার আপ দলছুট দলের বাঁধন ও মিজান খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন। টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাগর শেখ।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৮ টায় উপজেলা কোর্ট চত্বরে এ খেলা শুরু হয়ে রাত সাড়ে ৯টায় শেষ হয়। গত ৩ ডিসেম্বর ২০ টি দলের অংশগ্রহনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল। উপজেলা ক্রীড়া সংস্হা আয়োজিত এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ট্রফি ও নগদ ২০ হাজার টাকা এবং রানারআপ দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেয়া হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। খেলায় সভাপত্বি করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি আজিজুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান প্রমূখ। ফাইনাল খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংগঠক সাজ্জাদ হোসেন, আলমগীর হোসেন ও ফারুক মোল্লা।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকসহ সকল ধরনের খারাপ দিক থেকে বিরত রাখতে খেলাধুলার চেয়ে ভালো আর কিছু নেই। তাছাড়া খেলাধুলা হচ্ছে সবচেয়ে নির্মল ও নিস্কলুষ বিনোদন। তাই দেহ, মন ও আমাদের সমাজ ব্যবস্থাকে ভালো রাখতে সারাবছরই খেলাধুলা চালু রাখতে হবে। এ সময় তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ সহ অংশগ্রহনকারী সকল দলকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102