June 3, 2023, 9:38 am
শিরোনামঃ
বান্দরবানে নিহত সেনা সদস্যদের মরাদেহ পাংশায় দাফন সম্পন্ন রাজবাড়ীতে নানা বাড়ি বেড়াতে এসে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু পুলিশের উঠান বৈঠকে মাদকের বিরুদ্ধে গোয়ালন্দ ওসির কঠোর হুশিয়ারি গোয়ালন্দে কৃষি উন্নয়ন মেলায় প্রর্শনীতে প্রথম হযেছেন বন্ধুসভার হুমায়ন আহম্মেদ গোয়ালন্দে “ফিটনেস জিম সেন্টার” এর শুভ উদ্বোধন গোয়ালন্দে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা গোয়ালন্দে একজন কৃষকের উপস্থিতিতে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন গোয়ালন্দে গোয়াল ঘরে আগুনে লেগে দুটি গরু দগ্ধ খানগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট রাজবাড়ীতে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত

‘গোয়ালন্দ প্রবাসী ফোরামে’র অর্থায়নে ঠাই হলো ওহাব-রুপবানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২
  • 246 Time View
শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ধোপাগাথী গ্রামে ওহাব প্রমানিক-রুবপান বেগম দম্পতির ছোট্র একটি বাড়ি ছিল। তিন বছর আগে নদী ভাঙনের শিকার হয়ে সব হারিয়ে আশ্রয় নেয় দৌলতদিয়া লঞ্চ ঘাটে। গত বছর নদী ভাঙনে শেষ আশ্রয়স্থলটুকো বিলীন হয়ে যায়। অসহায় হয়ে রাস্তার ধারে পলিথিন ঘিরে আশ্রয় নেয় পরিবারটি। পরে তাদের পাশে এসে দাঁড়ায় ‘গোয়ালন্দ প্রবাসী ফোরাম’ নামক সামাজিক সংগঠন।

প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবকরা জানান, গত বছর অক্টোবর মাসে দৌলতদিয়া ঘাট এলাকায় যখন ভাঙন ভয়াবহ রুপ নেয় তখন ওহাব প্রামানিক-রুপবান বেগম দম্পতির বাড়িও বিলীন হয়ে যায়। আমাদের কয়েকজন ভাঙন এলাকায় গিয়ে দেখে লঞ্চ ঘাট রাস্তার ধারে পলিথিন মোড়ানো খুপড়ির নিচে পাঁচ সদস্যের পরিবারকে মানবতের জীবন যাপন করছে। বিষয়টি দেখে তারা দ্রুত সংগঠনের সদস্যদের সাথে যোগাযোগে করে তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের সাথে খাস জমির জন্য যোগাযোগ করে। সবার আন্তরিক চেষ্টায় ছোটভাকলা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড হাউলি কেউটিল গ্রামে খাস জায়গা খুঁজে বের করা হয়। সেখানেই প্রবাসী ফোরামের সদস্যদের অর্থায়নে ওহাব-রুপবান দম্পতির ঘর করার সিদ্ধান্ত নেন।

‘গোয়ালন্দ প্রবাসী ফোরামে’র সমন্বয়ক লুৎফর রহমান জানান, সংগঠনের সকল সদস্যদের সাথে আলোচনা করে এসিল্যান্ডের দেয়া আড়াই শতাংশ জমির ওপর ৭৫ হাজার টাকা ব্যায়ে ডোয়া পাকা করে একটি দুই কক্ষ বিশিষ্ট দৌচালা টিনের ঘর তৈরী করা হয়। বৃহস্পতিবার সকালে ঘরটি পরিবারের হাতে বুঝিয়ে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর মোল্লা, বাহারাইন প্রবাসী মো. আলমগীর হোসেন, মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেন বিপলু, আবুধাবী প্রবাসী আনোয়ার হোসেন, গোয়ালন্দের স্বেচ্ছাসেবক লুৎফর রহমান, মাহাফুজুর রহমান, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিক মন্ডল প্রমূখ।

আবেগ আপ্লুত হয়ে রুপবান বেগম বলেন, “নদী ভাঙনে আমরা অসহায় হয়ে পড়ছিলাম। পোলা মাইয়া নিইয়া খুব বিপদে ছিলাম। কোথায় থাহি, কেউ খোঁজ নিচ্ছিলনা। প্রবাসী ফোরামের লোকজন একটা ঘর তুইলা দিছে। আমি অহন অনেক খুশি। আল্লাহর কাছে দোয়া করি তারা যেন এমন আরো ভাল কাজ করতে পারে।”

সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, নদী ভাঙনের শিকার একটি পরিবারকে গোয়ালন্দ প্রবাসী ফোরাম নামক একটি সামাজিক সংগঠন তাদের নিজস্ব অর্থায়নে এভাবে ঘর করে দেওয়ায় পরিবারটি আশ্রয়স্থল খুঁজে পেয়েছে। সামর্থবান সবাই যদি এভাবে এগিয়ে আসতো তাহলে আরো অনেক পরিবার উপকৃত হতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102