September 24, 2023, 8:54 am
শিরোনামঃ
রাজবাড়ীর হাসপাতালগুলোতে ধারন ক্ষমতার চারগুন রোগী ভর্তি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়ালন্দের জাকির হোসেন দৌলতদিয়ায় জ্ঞানের আলো সমাজ কল্যাণ এর উদ্যোগে তালের চারা রোপন  গোয়ালন্দে ১৪ মামলার আসামী, মাদক কারবারী ও জুয়াড়িসহ গ্রেপ্তার ১১ গোয়ালন্দে পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ৩৮ হাজারে বিক্রি জেলার সেরা প্রধান শিক্ষক হলেন গোয়ালন্দ বন্ধুসভার মুঞ্জুয়ারা কাদরী রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুব মহিলা লীগ নেত্রী রুমানার মৃত্যু গোয়ালন্দে হেরোইনসহ ৭ মাদক মামলার আসামী নারী গ্রেপ্তার গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন সৌদি প্রবাসী খানখানাপুরে ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গোয়ালন্দ ফুটবল একাডেমী

সর্বস্তরের মানুষের শোক-শ্রদ্ধায় পাংশায় ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের চিরবিদায়

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৬, ২০২২
  • 293 Time View
শেয়ার করুনঃ

মোক্তার হোসেন, পাংশাঃ সর্বস্তরের মানুষের শোক-শ্রদ্ধা আর ভালোবাসায় চার দফায় জানাজা শেষে শুক্রবার (৪ মার্চ) বিকালে নিজ প্রতিষ্ঠিত পাংশার কলিমহর কেন্দ্রীয় কবরস্থানে চিরানিদ্রায় শায়িত হলেন বহু গুণে গুণান্বিত এলাকার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন (পান্না মিয়া)।

কলিমহর জহুরুন্নেছা শিক্ষা নগরীর জহুরুন্নেছা কলেজিয়েট স্কুল মাঠে সর্বশেষ জানাজায় হাজার হাজার শোকার্ত মানুষের ঢল নামে। জানাজার আগে সদ্য প্রয়াত ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের লাশবাহিত এ্যাম্বুলেন্সের পাশে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

কলিমহর জহুরুন্নেছা শিক্ষা নগরী, কলিমহর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, মাছপাড়া মহাবিদ্যালয়, কলিমহর খলিল উদ্দিন মিয়া দাখিল মাদরাসা, গোপালপুর কলেজিয়েট স্কুল, হোসেনডাঙ্গা নিলুফার রফিক উচ্চ বিদ্যালয়, কলিমহর বাজার পরিচালনা কমিটি, সাঁজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়, সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন, কসবামাজাইল ইউপি মুক্তিযোদ্ধা সংসদ, প্রান্তিক জনকল্যাণ সংস্থা, নাট্যালোক, হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়, বার-পল্লী মহাশ্মশান, কলিমহর ইউপি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও ডিডিসি লিমিটেড কলিমহর প্রকল্পসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিরা পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানায়।

জানাজার অনুষ্ঠানে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক-শ্রদ্ধায় স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মিয়া ও ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের জ্যেষ্ঠপুত্র এ.কে.এম, নাফিজ উদ্দিন (রাফাত)। উপস্থাপনা করেন মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর ও কলিমহর জহুরুন্নেছা কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহা. মজিবর রহমান।

এ সময় ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের কনিষ্ঠপুত্র একেএম নাঈম উদ্দিন (রেশাদ), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির সভাপতি ইফতেখার রফিক, জাহাঙ্গীর হোসেন খানসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। কলিমহর জহুরুন্নেছা কলেজিয়েট স্কুল মাঠে জানাজার নামাজে ইমামতি করেন মুফতি আলী আকবর। এ আগে রাজধানী ঢাকার তিনটি স্থানে ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পাংশার কৃতিসন্তান, ঢাকাস্থ ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও দাতা ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন (পান্না মিয়া) গত বৃহস্পতিবার সকাল ৫টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা এছাড়া সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ছিলেন ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন। নিজ গ্রাম পাংশার কলিমহরে মাতা জহুরুন্নেছার নামে কলিমহর জহুরুন্নেছা শিক্ষানগরী প্রতিষ্ঠা করেন তিনি।

জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরীজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন তার মৃত্যুতে শোক এবং শোক সন্তপ্ত পরিবারের গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তারা এক উজ্জ্বল নক্ষত্রের চিরবিদায় বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে শ্রদ্ধা নিবেদন করে শোক প্রকাশ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, ১ কন্যা ও ২ পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের মৃত্যুতে কলিমহর জহুরুন্নেছা কলেজিয়েট স্কুল এক সপ্তাহের শোক কর্মসূচি পালন করছে। এদিকে, ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102