
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে গোয়ালন্দ পৌরসভা চত্বরে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওয়াত ও গীতাপাঠের মাধ্যমে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সাংবাদিক গণেশ পাল ও সাংস্কৃতিক কর্মী আসাদুজ্জামার সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ঢাকা-খুলনা মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও পৌরসভার সহস্রাধিক মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।