০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

উগ্রবাদ প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় “উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের ভূমিকা” নিয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপি রাজবাড়ী জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় রাজবাড়ী পৌরসভা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ) মো. সালাহ্উদ্দিনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক। এ ছাড়া জেলা, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, সুশীল ও ছাত্র সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার নাসিরুল্লাহ। এসময় বক্তারা উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতি বিশেষ ভূমিকা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

উগ্রবাদ প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় “উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের ভূমিকা” নিয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপি রাজবাড়ী জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় রাজবাড়ী পৌরসভা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ) মো. সালাহ্উদ্দিনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক। এ ছাড়া জেলা, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, সুশীল ও ছাত্র সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার নাসিরুল্লাহ। এসময় বক্তারা উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতি বিশেষ ভূমিকা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।