১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম প্রদান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপজেলা পর্যায়ে টিকা কার্যক্রম প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত এ টিকা কার্যক্রম প্রদান করা হয়। জেলা পর্যায়ে চাপ কমাতে উপজেলার ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে টিকা কার্যক্রম প্রদান করা হবে।

সোমবার সকালে টিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। সোমবার একদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৬০০ জন শিক্ষার্থীর মাঝে এ টিকা প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, জেলা পর্যায়ে চাপ কমাতে মাধ্যমিক পর্যায়ে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে ফায়জার টিকা প্রদান করা হচ্ছে। উপজেলা পর্যায়ে নির্দিষ্ট তাপমাত্রার ব্যবস্থা না থাকায় জেলা পর্যায়ে এ টিকা প্রদান করা হয়েছিল। কিন্তু সেখানে শিক্ষার্থীদের প্রচুর চাপ থাকায় নানা ধরনের বিপত্তি দেখা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান বলেন, অনেক প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জেলা পর্যায়ে গিয়ে টিকা নিতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। তাদের কষ্ট লাঘবে এবং সকলের সুবিদার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেই উপজেলা পর্যায়ে আমরা এ টিকা কার্যক্রম প্রদানের উদ্যোগ নিয়েছি। এখন থেকে শিক্ষার্থীদের আর জেলায় যেতে হবে না।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম প্রদান শুরু

পোস্ট হয়েছেঃ ০৪:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপজেলা পর্যায়ে টিকা কার্যক্রম প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত এ টিকা কার্যক্রম প্রদান করা হয়। জেলা পর্যায়ে চাপ কমাতে উপজেলার ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে টিকা কার্যক্রম প্রদান করা হবে।

সোমবার সকালে টিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। সোমবার একদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৬০০ জন শিক্ষার্থীর মাঝে এ টিকা প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, জেলা পর্যায়ে চাপ কমাতে মাধ্যমিক পর্যায়ে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে ফায়জার টিকা প্রদান করা হচ্ছে। উপজেলা পর্যায়ে নির্দিষ্ট তাপমাত্রার ব্যবস্থা না থাকায় জেলা পর্যায়ে এ টিকা প্রদান করা হয়েছিল। কিন্তু সেখানে শিক্ষার্থীদের প্রচুর চাপ থাকায় নানা ধরনের বিপত্তি দেখা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান বলেন, অনেক প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জেলা পর্যায়ে গিয়ে টিকা নিতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। তাদের কষ্ট লাঘবে এবং সকলের সুবিদার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেই উপজেলা পর্যায়ে আমরা এ টিকা কার্যক্রম প্রদানের উদ্যোগ নিয়েছি। এখন থেকে শিক্ষার্থীদের আর জেলায় যেতে হবে না।