০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন: শৈত্যপ্রবাহ উপেক্ষা করে কেন্দ্রে ভোটারদের ভিড়

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বুধবার ( জানুয়ারি) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শেষ হবে। শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা উপেক্ষা করে পাংশার ১০টা ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারীপুরুষ সবার উপস্থিতিই ছিল সমান

সরজমিনে পাংশা উপজেলায় বেশ কিছু ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় ঢেকে আছে ভোট কেন্দ্রগুলো। এরমধ্যেই পুরুষ নারী ভোটাররা সকাল থেকেই ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসেছেন ভিড় করছেন। সবাই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও বেশ স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করছেন।

৩০নং হোসেনডাঙ্গা সরকারি প্রাথমি বিদ্যালয় ভোট কেন্দ্রের একাধিক ভোটার বলেন, দীর্ঘ পাঁচ বছর পর ভোট দিতে এসেছি। যতই কুয়াশা আর শীত পড়ুক ভোট একটা দিতেই হবে। তাই সকাল সকালই এসেছি।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলাবাহিনী নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে সর্বদা প্রস্তুত রয়েছে। কোন ভোট কেন্দ্রে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এছাড়াও কোন ধরনের জাল ভোট দেওয়ার কোন সুযোগ নেই

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ীতে সুষ্ঠু, সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি পঞ্চম ধাপের এই নির্বাচনও সুষ্ঠু হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।এই নির্বাচনে ৪৯ জন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন সাধারণ সদস্য পদে ৩৩৯ জন  অংশগ্রহণ করবেন। এছাড়াও নির্বাচনে মোট লাখ ২৮ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৪ হাজার ৫৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬৪ হাজার ৪১ জন

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

ইউপি নির্বাচন: শৈত্যপ্রবাহ উপেক্ষা করে কেন্দ্রে ভোটারদের ভিড়

পোস্ট হয়েছেঃ ০৬:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বুধবার ( জানুয়ারি) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শেষ হবে। শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা উপেক্ষা করে পাংশার ১০টা ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারীপুরুষ সবার উপস্থিতিই ছিল সমান

সরজমিনে পাংশা উপজেলায় বেশ কিছু ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় ঢেকে আছে ভোট কেন্দ্রগুলো। এরমধ্যেই পুরুষ নারী ভোটাররা সকাল থেকেই ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসেছেন ভিড় করছেন। সবাই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও বেশ স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করছেন।

৩০নং হোসেনডাঙ্গা সরকারি প্রাথমি বিদ্যালয় ভোট কেন্দ্রের একাধিক ভোটার বলেন, দীর্ঘ পাঁচ বছর পর ভোট দিতে এসেছি। যতই কুয়াশা আর শীত পড়ুক ভোট একটা দিতেই হবে। তাই সকাল সকালই এসেছি।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলাবাহিনী নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে সর্বদা প্রস্তুত রয়েছে। কোন ভোট কেন্দ্রে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এছাড়াও কোন ধরনের জাল ভোট দেওয়ার কোন সুযোগ নেই

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ীতে সুষ্ঠু, সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি পঞ্চম ধাপের এই নির্বাচনও সুষ্ঠু হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।এই নির্বাচনে ৪৯ জন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন সাধারণ সদস্য পদে ৩৩৯ জন  অংশগ্রহণ করবেন। এছাড়াও নির্বাচনে মোট লাখ ২৮ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৪ হাজার ৫৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬৪ হাজার ৪১ জন