০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দের পদ্মায় ধরা পড়লো ২১ কেজির বাগাড় মাছ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়ায় রোববার ভোররাতে জেলেদের জালে প্রায় ২১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি সকালে দৌলতদিয়ার ৬নম্বর ফেরি ঘাট এলাকায় নিলামে তোলা হয়। এসময় স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১২০০ টাকা কেজি দরে কিনে বিক্রির জন্য ফেরির পন্টুনের সঙ্গে বেধে রেখেছেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, উপজেলার ফকির পাড়ার জেলে মো. নিমাই হালদার ছেলেসহ চার সঙ্গী নিয়ে শনিবার রাতে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। রাত শেষে রোববার ভোররাত ৪টার দিকে পুনরায় জাল ফেলে তুলতে গেলে কয়েকটি ঝাকি পান। তখনই বুঝতে পারেন জালে বড় কোন মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখেন বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৬নম্বর ফেরি ঘাট এলাকায় বিক্রির জন্য মাছটি নিয়ে আসেন। এসময় দেখতে পান বাগাড় মাছটির ওজন প্রায় ২১ কেজি । পরে নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের সত্ত্বাধিকারী চান্দু মোল্লা ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, অনেকদিন পর বড় বাগাড় মাছ ধরা পড়ার খবর পেয়ে দ্রুত ৬নম্বর ফেরি ঘাটে ছুটে যাই। সেখানে নিলামে তোলা হলে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় কিনে নেই। মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রাখা হয়েছে। ঢাকাসহ বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সাথে মুঠোফোনে আলোচনা চলছে। যিনি ১,২৫০ টাকা থেকে ১,৩০০ টাকা কেজি দরে দাম করবেন তাঁর কাছেই মাছটি বিক্রি করবেন বলে জানান।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, শীত বেশি পড়ায় নদীতে অনেক দিন হলো তেমন বড় কোন মাছ ধরা পড়ছেনা। ২১ কেজি ওজনের বড় বাগাড় মাছ ধরা পড়া অনেকটা আশার খবর। বর্তমানে অমাবশ্যা চলছে। হয়তো আরো কিছু বড় মাছ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দের পদ্মায় ধরা পড়লো ২১ কেজির বাগাড় মাছ

পোস্ট হয়েছেঃ ০৭:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়ায় রোববার ভোররাতে জেলেদের জালে প্রায় ২১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি সকালে দৌলতদিয়ার ৬নম্বর ফেরি ঘাট এলাকায় নিলামে তোলা হয়। এসময় স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১২০০ টাকা কেজি দরে কিনে বিক্রির জন্য ফেরির পন্টুনের সঙ্গে বেধে রেখেছেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, উপজেলার ফকির পাড়ার জেলে মো. নিমাই হালদার ছেলেসহ চার সঙ্গী নিয়ে শনিবার রাতে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। রাত শেষে রোববার ভোররাত ৪টার দিকে পুনরায় জাল ফেলে তুলতে গেলে কয়েকটি ঝাকি পান। তখনই বুঝতে পারেন জালে বড় কোন মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখেন বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৬নম্বর ফেরি ঘাট এলাকায় বিক্রির জন্য মাছটি নিয়ে আসেন। এসময় দেখতে পান বাগাড় মাছটির ওজন প্রায় ২১ কেজি । পরে নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের সত্ত্বাধিকারী চান্দু মোল্লা ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, অনেকদিন পর বড় বাগাড় মাছ ধরা পড়ার খবর পেয়ে দ্রুত ৬নম্বর ফেরি ঘাটে ছুটে যাই। সেখানে নিলামে তোলা হলে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় কিনে নেই। মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রাখা হয়েছে। ঢাকাসহ বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সাথে মুঠোফোনে আলোচনা চলছে। যিনি ১,২৫০ টাকা থেকে ১,৩০০ টাকা কেজি দরে দাম করবেন তাঁর কাছেই মাছটি বিক্রি করবেন বলে জানান।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, শীত বেশি পড়ায় নদীতে অনেক দিন হলো তেমন বড় কোন মাছ ধরা পড়ছেনা। ২১ কেজি ওজনের বড় বাগাড় মাছ ধরা পড়া অনেকটা আশার খবর। বর্তমানে অমাবশ্যা চলছে। হয়তো আরো কিছু বড় মাছ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।