নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রায় ৫০০ শিশু শিক্ষার্থীর অংশগ্রহনে শিশু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর প্রদীপ প্রকল্প এর আয়োজনে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেভ দ্য চিলড্রেন এর সার্বিকভাবে সহযোগিতায় শিশু সম্মেলনে গোয়ালন্দ উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ শিশু শিক্ষার্থী অংশগ্রহন করে।
সম্মেলনে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পরে সকল শিশু মধ্যাহ্ন ভোজে যোগ দেয় । এছাড়া শিশুদের সুস্বাস্থ্য, সুরক্ষা, সুশিক্ষা, ঝড়ে পড়া ঠেকানো সহ প্রভৃতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
শিশু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতিয়ার রহমান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হিরা, সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার ওহিয়ার রহমান, সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান, কর্মজীবী কল্যাণ সংস্থার সমন্বয়ক আমজাদ হোসেন, কেকেএস প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুন, রিলাকস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আ.ম.ম. কিবরিয়া প্রমুখ।
প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুন বলেন, শিশুদের বিনোদন দেওয়া, তাদের মেধার বিকাশ ঘটানো, তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে সামনে এগিয়ে চলার লক্ষ্যে গত কয়েক বছর ধরে তারা এ ধরনের সম্মলনের আয়োজন করে আসছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।