ইমরান হোসেন, রাজবাড়ীঃ গত ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদও রয়েছে। ওই নির্বাচনে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান মিঞা বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
গত ২৫ ও ২৬ ডিসেম্বর মিজানুর রহমান মিঞা’র বিরুদ্ধে পৃথক দু’টি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসারের নিকট দাখিল করেছেন নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আবু বক্কার ছিদ্দিক।
অভিযোগে বলা হয়েছে, আলীপুর ইউনিয়নে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী বজলুর রশিদ মিঞা’র আপন ভাই হলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান মিঞা। মিজানুর রহমান মিঞা তার ভাই মিলনের পক্ষে সরকারী স্টিকার লাগানো প্রাইভেটকার ব্যবহার করে ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে পথসভা, উঠান বৈঠক, ঘরোয়া বৈঠকসহ বিভিন্ন ধরণে গণসংযোগ মূলোক প্রচার-প্রচারনা এবং নির্বাচনের দিন তার নির্ধারিত ভোট কেন্দ্র ব্যতিত বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। যা সম্পূর্ণরুপে নির্বাচনী আচরণবিধি লংঘন।
এ ব্যাপার পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান মিঞা জানিয়েছেন, তিনি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত নন। তবে তিনি তার ভোট কেন্দ্র ব্যতিত আরো কয়েকটি কেন্দ্র পরিদর্শন করার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে জানতে সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ঢাকার একটি অনুষ্ঠানে রাজবাড়ীর এক জ্যেষ্ঠ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।