হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মীর্জা বদিউজ্জামান বাবুর কর্মী মীর্জা আলাউদ্দীনকে হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: জাকির হোসেন সরদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মীর্জা বদিউজ্জামান বাবু অভিযোগ করেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: জাকির হোসেন সরদার নিজে উপস্থিত থেকে লোকজন দিয়ে তার এক কর্মীকে রড দিয়ে পিটিয়ে আহত করার পর গুলি করে হত্যার নির্দেশ প্রদান করের। এ ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবী জানান।
এ সংবাদ সম্মেলনে, উপস্থিত ছিলেন-আহত কর্মী মীর্জা আলাউদ্দীন, মো: লুৎফর রহমান মোল্যা, মীর্জা আনিসুর রহমান, মো: আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।