প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২১, ৬:৪৫ অপরাহ্ণ
দৌলতদিয়ায় বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
কামাল হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু, স্মৃতি সৌধ ও শহীদ মিনার বিষয়ক চিত্রাঙ্কন এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ওই কার্যালয়ে মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পন করেন।
দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো.মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফকীর আব্দুল ছাত্তার, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি আব্বাস শেখ, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, দপ্তর সম্পাদক আতাউর রহমান মুুঞ্জু, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি মো. মোস্তফা শেখ প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জুয়েল গায়ান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।