ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের নদী ভাঙা অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বুধবার বিকেলে উপজেলার কাটাখালী চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসব বিতরণ করা হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আজগর আলী বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস আলী মোল্লা, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, আ.লীগ নেতা ও ছোটভাকলা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা গিয়াস প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত ছোটভাকলা ইউপির ৩০০ এবং দেবগ্রাম ইউপির আরো ৩০০ জনসহ মোট ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর ব্যক্তিগত অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।