নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট প্রতিদিন অসংখ্য যানবাহন পারাপার হয়। যানবাহন পারাপারকে কেন্দ্র করে দেখা দেয় বিভিন্ন ধরনের অরজাকতা। গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অধিকাংশ সদস্য ঘাটের অরাজকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান। বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদ সদস্য নুরজাহান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ অন্যান্য সদসবৃন্দ।
সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রতিটি উপজেলায় একটি করে ইউনিয়ন বাছাই করে মাদকমুক্ত করার আহ্বান জানান। ইউএনও আজিজুল হক বিষয়টি উত্থাপন করলে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বিজয়ের মাসে তাঁর ইউনিয়নকে মাদকমুক্তের ঘোষণা দেন।
তিনি বলেন, দৌলতদিয়া ঘাটের যানজট কৃত্তিম সৃষ্টি। বিআইডব্লিউটিএর দুটি বড় টার্মিনাল রয়েছে। টার্মিনাল ফাঁকা রেখে মহাসড়কে গাড়ির লম্বা লাইন রাখা হয়। গোয়ালন্দ মোড় থেকে ট্রাফিক পুলিশ একযোগে গাড়ি ছেড়ে দিলে ঘাট এলাকায় যানজট হয়। বাইপাস সড়ক দিয়ে কোন ভিআইপির গাড়ি যেতে দেওয়া হয়না। অথচ ট্রাফিক পুলিশ বাড়তি টাকা নিয়ে গোয়ালন্দ পদ্মার মোড় থেকে চর দৌলতদিয়া হাট দিয়ে ঘাটে পৌছার ব্যবস্থা করে। বাংলাদেশ হ্যাচারীর সামনে সড়ক বিভাজকের বাম পাশে গাড়ি ঢুকানোর সময় সিরিয়াল ভঙ্গ করে ঢুকায়। বিআইডব্লিউটিসির কাউন্টারে টিকিট কাটতে গেলে গাড়ি প্রতি বাড়তি টাকা নিয়ে থাকে।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, প্রতিদিন ঢাকামুখী শত শত পণ্যবাহি, গরুর গাড়ি, ফলের ও মাছের গাড়ি থেকে কারা টাকা নিচ্ছে? বাইপাস সড়কের মাথায় পণ্যবাহী গাড়ি থেকে পুলিশ ১০০ থেকে ১৫০ টাকা করে নেয়। প্রতিদিন পুলিশ মাদককারবারী আটক করছে। দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির সহসভাপতি, নারী নেত্রী লিলি বেগম এক মাস ধরে নিখোঁজ। আইনশৃঙ্খল বাহিনী এখন পর্যন্ত সন্ধান করতে পারলোনা, এর কারণ কি?
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, সম্প্রতি অপরাধের মাত্রা বেড়েছে। মাঝেমধ্যে দৌলতদিয়া ঘাটে ছিনতাইকারীদের হাতে জখম হয়ে আহত ব্যক্তিরা হাসপাতালে আসছে। সম্প্রতি হাসপাতালে জানালার গ্রীল ভেঙে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।
টার্মিনাল ফাঁকা থাকার কারণ সর্ম্পকে উপস্থিত বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, টার্মিনালে কেন গাড়ি থাকেনা আমার জানানেই। বিষয়টি উর্দ্বোতন কর্মর্তাদের অবগত করবেন বলে তিনি জানান।
সভায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন বলেন, ঘাটে গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রণ বা দেখভাল করে ট্রাফিক পুলিশ। এক্ষেত্রে প্রয়োজনে থানা পুলিশ সহযোগিতা করে। ছিনতাই ও মাদক ঠেকাতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করছে।
ইউএনও আজিজুল হক খান বলেন, আগামী সভায় ঘাটের সাথে জড়িত সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশসহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তাকে অর্ন্তভুক্ত করা হবে। দৌলতদিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।