ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ জাতির পিতার জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিজয়ের মাসে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক মাটর শোভাযাত্রা অনুষ্ঠিত। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা রেলওয়ে ময়দানে মোটর শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
মোটরশোভা যাত্রাটি রেলওয়ে ময়দান থেকে বের হয়ে গোয়ালন্দ মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধা রেলওয়ে ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার, সাবেক জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায় প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।