মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ মোছা. মৌসুমী আক্তার (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত নারী মাদক কারবারি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা এলাকার মো. রাজ্জাক শেখ এর স্ত্রী।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকির, এএসআই মো. সামাদ মোল্লা, এএসআই মো. আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স সহ রোববার সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা নামক এলাকায় মোছা. মৌসুমী আক্তারের নিজ বাড়ির সামনে ইটের রাস্তার উপর হইতে ১০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।