ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে। গত মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা কৃষি অধিদপ্তরের কার্যালয়ের সামনে থেকে বাজাজ ডিসকভারি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুর কোতোয়ালি থানার মোঃ রাসেল শেখ (৩৫)। সে ফরিদপুর শহরের আলীপুর এলাকার মৃত শামছু শেখ এর ছেলে। এছাড়া ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ চর মাধবদিয়ার সােহেব আলী সরদারের ছেলে মোঃ বাদশা ফকির (৩৬), সরদারডাঙ্গী গ্রামের মুকিব সরদারের ছেলে মোঃ সাহেব আলী সরদার (৩০) ও সোভারামপুর গ্রামের মৃত সাদেক সরদারের ছেলে মোঃ সিদ্দিক সরদার (৩৬)।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের পর উপজেলা পরিষদের সামনে থেকে রাসেলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আরো তিন সদস্যকে আটক করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক দেওয়ান শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।