ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ "সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ" এই প্রতিপাদ্যে রাজবাড়ী বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। রাজবাড়ী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে বুধবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিপক কুমার বিশ্বাস ও বিভিন্ন এনজিও কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাজবাড়ী জেলা এইডস এর দিক থেকে উচ্চ ঝুঁকিতে আছে। কারণ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াতে বড় একটক বোথেল রয়েছে। তবে রাজবাড়ীতে একজন এইউস এর রোগী ধরা পরেছে। তবে তিনি রাজবাড়ীতে নেই। ঝিনাইদহে তার গ্রামের বাড়ীতে আছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।